সুপ্রিম কোর্টে মুখ পুড়ল উত্তরাখণ্ড রাজ্য নির্বাচন কমিশনের! তোপ বিরোধীদের

Must read

সুপ্রিম কোর্টে (Supreme Court) মুখ পুড়ল উত্তরাখণ্ড রাজ্য নির্বাচন কমিশনের। ভোটার তালিকায় দুবার নাম থাকা সত্ত্বেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দিয়েছিল উত্তরাখণ্ড রাজ্য নির্বাচন কমিশন। সেই সার্কুলার বাতিল করে দেয় উত্তরাখণ্ড হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সু্প্রিম কোর্টে যায় উত্তরাখণ্ড রাজ্য নির্বাচন কমিশন। সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। তোপ দাগলেন বিরোধীরা।

পাশাপাশি, সুপ্রিম কোর্ট উত্তরাখণ্ড নির্বাচন প্যানেলকে ২ লক্ষ টাকা জরিমানাও করেছে। উত্তরাখণ্ড হাইকোর্ট আগেই রায় দিয়েছিল, উত্তরাখণ্ড রাজ্য নির্বাচন কমিশনের হলফনামা উত্তরাখণ্ড পঞ্চায়েতি রাজ আইন, ২০১৬ এর পরিপন্থী। আইনটি স্পষ্ট, একজন ব্যক্তি একই সময়ে একাধিক স্থানে ভোটার হিসেবে তালিকাভুক্ত হতে পারবেন না।

আরও পড়ুন- সন্ত্রাস শঙ্কা নিয়েই খুলছে কাশ্মীরের ১২ পর্যটনকেন্দ্র! বন্ধ হামলা-স্থল বৈশরণ ভ্যালি

রায় শোনার পরই বিরোধীরা বিজেপি এবং নির্বাচন কমিশনকে তোপ দেগেছে। বিরোধীদের অভিযোগ, ‘নির্বাচন কমিশন, বিজেপির সঙ্গে যোগসাজশে, সারা দেশে ভোট চুরি চালাচ্ছে। গণতন্ত্রকে ক্ষুণ্ণ করছে।’

Latest article