উদ্বেগ সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্তের, কিছু হাইকোর্টের বিচারপতির ভূমিকা ডেকে আনছে হতাশা

বিস্ফোরক মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্তের।

Must read

প্রতিবেদন: বিস্ফোরক মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্তের। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, বিভিন্ন হাইকোর্টের একশ্রেণির বিচারপতির ভূমিকা কীভাবে ক্রমশ হতাশার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এক অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্টের কিছু বিচারপতির ভূমিকায় এবং কাজকর্মে। কোনওরকম রাখঢাক না করেই স্পষ্ট ভাষায় বলেছেন, হাইকোর্টের কিছু বিচারপতির কাজকর্ম সত্যিই হতাশাজনক। তাঁদের জন্য সাধারণ মানুষের কী পরিমাণ অর্থ খরচ হয়, তা মনে রাখা উচিত এই বিচারপতিদের। নিজেদের কর্তব্যপালনের মধ্যে তা অবশ্যই প্রতিফলিত করা উচিত তাঁদের। বিচারপতি সূর্য কান্ত মনে করিয়ে দেন, দায়িত্বের বোঝা বহন করে কিছু বিচারপতি যখন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন তাঁদের কর্তব্য, তখন কিছু বিচারপতির প্রত্যাশিত কর্মতৎপরতার অভাব সত্যিই হতাশা ডেকে আনছে।

আরও পড়ুন-এক পাড়ে দেবকী অন্য পাড়ে যশোদা

একাধিক হাইকোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে লোকসভা নির্বাচনে লড়াই করে সাংসদ হয়েছিলেন। বাংলার সরকারের একের পর এক সিদ্ধান্তকে আদালতে মামলা দায়ের করে রোখার চেষ্টা চালিয়েছে বিরোধীরা। তাতে একাধিক হাইকোর্টের বিচারপতি যোগ্য সঙ্গত দিয়ে উন্নয়নের প্রক্রিয়াকে দেরি করিয়ে দিয়েছেন। এবার সেই ধরনের বিচারপতিদের বিরুদ্ধে প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত। তাঁর অনুভূতি, বিভিন্ন হাইকোর্টগুলিতে যেভাবে মামলা দীর্ঘায়িত হয় তাতে জনসাধারণের বিচার পাওয়ার উপর ভরসা হারাচ্ছে। আমরা বিচারের মন্দির বানিয়েছি, কিন্তু তার পথ সরু করে ফেলেছি। ফলে এক পক্ষের অভিযোগের ভিত্তিতে যেভাবে বিচার দেওয়া হচ্ছে তাতে বিচার ভারসাম্য হারাচ্ছে, মত সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্তর।

Latest article