লখিমপুরকাণ্ডে উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের, স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ যোগী সরকারকে

Must read

প্রতিবেদন : লখিমপুরকাণ্ডে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট । ঘটনায় এফআইআর দায়ের হয়েছে কি? জানতে চেয়ে উত্তরপ্রদেশ সরকারকে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সর্বোচ্চ আদালতের।

• এই মামলায় কারা মূল অভিযুক্ত?
• ঠিক কী হয়েছিল?
• কাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে?
• কজনকে গ্রেফতার করা হয়েছে?
উত্তরপ্রদেশ সরকারকে সব তথ্য স্টেটাস রিপোর্টের মাধ্যমে জানাতে হবে শীর্ষ আদালতে। মামলার পরবর্তী শুনানি শুক্রবার।

আরও পড়ুন : মন্দিরে পুজো দিয়ে খড়দহ উপনির্বাচনে মনোয়ন পত্র পেশ করলেন শোভনদেব

লখিমপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিসের বিরুদ্ধে গাড়ি নিয়ে চার কৃষককে পিষে মারার অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট। যদিও বৃহস্পতিবার শুনানিতে প্রধান বিচারপতি জানান, দুই আইনজীবীর ফোন পাওয়ার পরই তাঁরা মামলাটি দায়ের করেছেন। জনস্বার্থ মামলাই দায়ের করতে চেয়েছিলেন। কিন্তু, রেজিস্ট্রারের ভুলে জনস্বার্থর বদলে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়। তবে, লখিমপুর খেরির ঘটনায় যোগী সরকারের ভূমিকায়, তিনি যে অসন্তুষ্ট তা প্রধান বিচারপতি রামানার বক্তব্য থেকেই স্পষ্ট। তিনি বলেন, এ ঘটনায় সঠিকভাবে এফআইআর দায়ের না হওয়া উদ্বেগজনক। এই কারণেই সঠিকভাবে তদন্তও হচ্ছে না। পরের শুনানিতে উত্তরপ্রদেশ সরকারকে হলফনামা দিয়ে বিস্তারিত জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

Latest article