জাতীয়

আর্থিক মানদণ্ডে সংরক্ষণে সুপ্রিম সায়

প্রতিবেদন : দেশে আর্থিকভাবে দুর্বল শ্রেণির জন্য সংরক্ষণ অব্যাহত থাকবে। সুপ্রিম কোর্ট সোমবার সংরক্ষণ বহাল রাখার পক্ষেই রায় দিল। তবে এই রায় সর্বসম্মত নয়। সর্বোচ্চ আদালতের ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে এই বিষয়ে শুনানির পর ৩ জন বিচারপতি আর্থিকভাবে দুর্বল শ্রেণির জন্য কেন্দ্রীয় সরকারের সংরক্ষণ সিদ্ধান্তের পক্ষে মত দেন। বিচারপতি দীনেশ মহেশ্বরী, বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি জে বি পারদিওয়ালা সংরক্ষণের পক্ষে মত দেন কিন্তু প্রধান বিচারপতি ইউ ইউ ললিত এবং বিচারপতি এস রবীন্দ্র ভাট ভিন্নমত পোষণ করেন। প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি চলছিল।

আরও পড়ুন-ঋষভেই আস্থা ফিরছে দলের, সেমিফাইনালেও সম্ভবত বাইরে কার্তিক

এদিন রায় দিতে সর্বোচ্চ আদালতের সাংবিধানিক বেঞ্চ জানায়, এই নিয়ম সমাজে কোনও বৈষম্য তৈরি করছে না। এই নিয়ম সংবিধানের মূল কাঠামোর পরিপন্থীও নয়। ২০১৯ সালের জানুয়ারিতে কেন্দ্রীয় সরকার এক সংশোধনীর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণের নিয়ম চালু করেছিল। সরকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল শীর্ষ আদালতে। সর্বোচ্চ আদালত এদিন সংবিধানের ১০৩ তম সংশোধনী বহাল রেখেছে। বেঞ্চ জানিয়েছে, সমাজে পিছিয়ে পড়াদের ক্ষমতায়নের একটা মাধ্যম হল সংরক্ষণ ব্যবস্থা। হতদরিদ্রদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করলে তা সংবিধানের মূল কাঠামোয় কোনও ভাবে আঘাত করে না। কারণ দেশের সংবিধান সমাজের কাউকে বাদ দিয়ে চলার কথা বলে না। সবাইকে নিয়ে চলার কথাই বলে। তা ছাড়া আর্থিক ভাবে পিছিয়ে পড়াদের যেভাবে সংরক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে তাতে ৫০ শতাংশের বেশি পদ সংরক্ষিত হবে না। তাই অর্থনৈতিক ভিত্তিতে সংরক্ষণ অব্যাহত থাকবে।

আরও পড়ুন-সানির আশা, রোহিত এবার রান করবেন

শীর্ষ আদালতের এই রায়কে ঐতিহাসিক বলে মনে করছে তথ্যভিজ্ঞ মহল। উল্লেখ্য, ২০১৯ সালের জানুয়ারি মাসে ১০৩তম সংবিধান সংশোধন করে আর্থিক ভাবে দুর্বল শ্রেণিদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের বিল আনে কেন্দ্র। সংসদের দুই কক্ষেই এই বিল বিনা বাধায় পাশ হয়। কিন্তু বিল পাশের কিছুদিন পরই মামলা দায়ের করা হয়। প্রায় চার বছর শুনানি চলার পর সেপ্টেম্বর মাসে শুনানি শেষ হয়। এদিন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ রায় ঘোষণা করল। প্রসঙ্গত, প্রধান বিচারপতি ললিত ৮ নভেম্বর অবসর নেবেন।

Jago Bangla

Recent Posts

SIR: সফটওয়ার ইনটেনসিভ রিগিং! সুপ্রিম নির্দেশের পরে কমিশনের স্বচ্ছ্বতার দাবিতে সরব তৃণমূল

“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…

2 minutes ago

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

34 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

54 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

5 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

8 hours ago