ফাঁসির বিকল্প সাজা খুঁজুন, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

মৃত্যুদণ্ডে ফাঁসির চেয়ে কম যন্ত্রণাদায়ক কোনও উপায় রয়েছে কি না তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দিল সুপ্রিম কোর্ট।

Must read

প্রতিবেদন : মৃত্যুদণ্ডে ফাঁসির চেয়ে কম যন্ত্রণাদায়ক কোনও উপায় রয়েছে কি না তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দেশের শীর্ষ আদালত কেন্দ্রকে পরামর্শ দিয়েছে, ফাঁসিতে ঝোলানোর চেয়ে কম যন্ত্রণাদায়ক কোনও পদ্ধতি রয়েছে কি না সরকার যেন সেটা পর্যালোচনা এবং পরীক্ষা করে দেখে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পি এস নরসিমার বেঞ্চ এদিন অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানির কাছে জানতে চান, ফাঁসিতে মৃত্যু হওয়ার সময় দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তির উপর কতটা প্রভাব পড়ে? সংশ্লিষ্ট ব্যক্তি শারীরিকভাবে কতটা যন্ত্রণা পায় সে বিষয়ে কোনও প্রামাণ্য তথ্য আছে কি না বা এ বিষয়ে কোনও গবেষণা করা হয়েছে কি না। যদি তা হয়ে থাকে তবে সে বিষয়টি বিস্তারিত জানাতে বলেছেন প্রধান বিচারপতি।

আরও পড়ুন-বিজেপি শাসনে দেশে ক্রমশ বাড়ছে মানবাধিকার লঙ্ঘন

সুপ্রিম কোর্টে আইনজীবী ঋষি মালহোত্রার একটি আবেদনের শুনানিতে এই পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। মালহোত্রা তাঁর আবেদনে বলেছেন, ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার পরিবর্তে বিষ ইঞ্জেকশন বা ইলেক্ট্রোকিউশনের মতো তুলনামূলকভাবে কম যন্ত্রণাদায়ক পদ্ধতি অবলম্বন করা হোক। ওই আবেদনে আরও উল্লেখ করা হয়, আইন কমিশনও তার প্রতিবেদনে বলেছিল মৃত্যদণ্ড হিসাবে ফাঁসির সাজা বাতিল করছে এমন দেশের সংখ্যা ক্রমশই বাড়ছে। পরিবর্তে ফাঁসির বিকল্প হিসাবে ইলেক্ট্রোকিউশন বা প্রাণঘাতী ইঞ্জেকশন পদ্ধতি নেওয়া হচ্ছে। ওই আবেদনের প্রেক্ষিতেই এদিন সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করার ক্ষেত্রে ফাঁসির সাজার বিকল্প কোনও উপায় বের করার পরামর্শ দিয়েছে।

Latest article