বঙ্গ

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ দুর্নীতি মামলা সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলার আর বিচার করতে পারবেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। এই সংক্রান্ত সমস্ত মামলা তাঁর এজলাস থেকে অন্য বেঞ্চে সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme court)। আজ, শুক্রবার শুনানির পর এমনই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পি নরসিংহের ডিভিশন বেঞ্চ।

একটি স্পর্শকাতর ও হাইভোল্টেজ বিচারাধীন মামলা নিয়ে একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে একের পর এক বিতর্কিত ও চাঞ্চল্যকর মন্তব্য করার জেরেই বিচারপতি গঙ্গোপাধ্যায়কে (Justice Abhijit Ganguly) এই মামলার বিচার ব্যবস্থা থেকে সরিয়ে দিল সুপ্রিম কোর্ট। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে এখন থেকে এই মামলাগুলিতে অন্য বিচারপতি নিয়োগের নির্দেশ দেওয়া হল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে।

গত প্রায় এক-দেড় বছর ধরে কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত বিচারপ্রক্রিয়া চলছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। বস্তুত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া একাধিক নির্দেশকে রাজনীতির ময়দানে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছিল বিরোধীরা। এবার সেই বিচারপতিকেই সরে যেতে হল নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা থেকে।

আরও পড়ুন: বিশ্বভারতীর উচ্ছেদ-নোটিশের বিরুদ্ধে আদালতে অমর্ত্য সেন

গত, সেপ্টেম্বর মাসে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিরাট সাক্ষাৎকার দিয়ে বসেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিযোগ, ওই সাক্ষাৎকারে একাধিক বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করেছেন তিনি। সেখান থেকেই প্রশ্ন ওঠে, যে মামলা তাঁর বেঞ্চে বিচারাধীন, সেই মামলা নিয়ে কীভাবে একজন দায়িত্বশীল বিচারপতি টেলিভিশন চ্যানেলে গড়গড় করে মন্তব্য করে যেতে পারেন?

একটি মামলায় এ বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেক মনুসিংভির মতো দেশের তাবড় ও সফল আইনজীবীরা। বিষয়টি নজরে আসতেই কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এ বিষয়ে রিপোর্ট তলব করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। শুক্রবার হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই সাক্ষাৎকারের বিষয়টি হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানান। দেশের শীর্ষ আদালত সেই সাক্ষাৎকার খতিয়ে দেখার পর জানিয়ে দিয়েছে, বিচারপতি গঙ্গোপাধ্যায় আর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনও মামলা শুনতে পারবেন না। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার-কাণ্ডে অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট। একইসঙ্গে শীর্ষ আদালত জানিয়ে দেয়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই বা ইডির তদন্ত সংক্রান্ত কোনও মামলা হলে, সেগুলিও শুনতে পারবেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পি নরসিংহের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে এই মামলাগুলির জন্য অবিলম্বে নতুন বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছেন। তবে শুধু এই মামলাটি নয়, আরও বেশকিছু বিষয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিশেষ করে প্রাক্তন সলিসিটর জেনারেল মুকুল রোহতগী বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিচার প্রক্রিয়া নিয়ে শীর্ষ আদালতে একের পর এক প্রশ্ন তুলেছেন।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

26 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

30 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

39 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

44 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

53 minutes ago