প্রেসক্রিপশনে জেনেরিক ওষুধের নাম লিখতে ফের নির্দেশ সুপ্রিম কোর্টের

গুণমানে আপস করে মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছে একাধিক ওষুধ কোম্পানি। আর তাতে মদত দিচ্ছেন চিকিৎসকদের একাংশ।

Must read

প্রতিবেদন: ওষুধ নির্মাতা সংস্থাগুলির অসাধু প্রবণতা রুখতে ফের চিকিৎসকদের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রেসক্রিপশনে ওষুধের ব্র্যান্ডনেমের পরিবর্তে জেনেরিক-নেম লিখতে কড়া নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
প্রসঙ্গত, গোটা দেশেই বাড়ছে বেআইনি ওষুধের কারবার। গুণমানে আপস করে মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছে একাধিক ওষুধ কোম্পানি। আর তাতে মদত দিচ্ছেন চিকিৎসকদের একাংশ।

আরও পড়ুন-অতর্কিত প্রত্যাঘাতের আশঙ্কায় হাফিজ সইদের আস্তানা বদল

ফার্মাসিউটিক্যাল কোম্পানিদের থেকে ঘুষ নিয়ে দামি ওষুধ প্রেসক্রিপশনে লিখে দেওয়ার প্রবণতা দিনেদিনে বেড়েই চলেছে। এই অবস্থায় কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। জানানো হয়েছে, প্রেসক্রিপশনে পছন্দের ব্র্যান্ডনেম দিয়ে ওষুধ লিখতে পারবেন না ডাক্তাররা। শুধুমাত্র জেনেরিক ওষুধের কথাই লেখা যাবে। রাজস্থানে এই নিয়ম আগেই ছিল, এবার গোটা দেশে তা কার্যকর করার নির্দেশ দিল শীর্ষ আদালত। বিচারপতি সন্দীপ মেহতা, বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সঞ্জয় করোলের ডিভিশন বেঞ্চের এই নির্দেশ সামনে আসতেই বিপাকে পড়েছে একাধিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তবে এই নির্দেশ যথাযথভাবে কার্যকর হলে ওষুধ নির্মাতা সংস্থাগুলির ঘুষ-সংস্কৃতি আটকানো সম্ভব বলে মনে করছে সুপ্রিম কোর্ট। চিকিৎসা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে সুপ্রিম কোর্টের এই নির্দেশ দেশব্যাপী কতটা কার্যকর হয় এখন সেটাই দেখার।

Latest article