সুপ্রিম নির্দেশ, বিজেপি নেতা টেনি ও ছেলের বিরুদ্ধে এফআইআর

২০২১ সালের ৩ অক্টোবর, লখিমপুর খেরির টিকুনিয়া এলাকায় টেনির ছেলের কনভয় তিনজন কৃষক ও একজন সাংবাদিককে পিষে দেয়।

Must read

প্রতিবেদন : লখিমপুর খেরি পুলিশের পক্ষ থেকে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির নেতা অজয় মিশ্র টেনি, তাঁর পুত্র আশিস মিশ্র এবং আরও দুই জনের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। ২০২১ সালে কৃষক আন্দোলনের সময় আটজন নিহত হওয়ার ঘটনায় সাক্ষীকে হুমকি দেওয়ার অভিযোগে এই মামলা রুজু করা হয়েছে। ২০২১ সালের ৩ অক্টোবর, লখিমপুর খেরির টিকুনিয়া এলাকায় টেনির ছেলের কনভয় তিনজন কৃষক ও একজন সাংবাদিককে পিষে দেয়।

আরও পড়ুন-সপ্তাহান্তে বর্ষাবিদায়

নিহত কৃষকরা সেদিন কেন্দ্রের কৃষি আইন বিরোধী আন্দোলন থেকে ফিরছিলেন। এই ঘটনার পর দেশে ব্যাপক কৃষক আন্দোলন গড়ে ওঠে এবং দীর্ঘ আন্দোলনের ফলে সরকার ওই তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে। এই মামলায় সর্বশেষ এফআইআর দায়ের করা হয় সুপ্রিম কোর্টের নির্দেশের পর। চলতি বছরের আগস্টে শীর্ষ আদালত উত্তরপ্রদেশ পুলিশকে প্রশ্ন করেছিল, কেন তারা বালজিন্দর সিং নামে এক সাক্ষীর অভিযোগে দেরিতে পদক্ষেপ নিচ্ছে। অভিযোগ ছিল, বালজিন্দর সিং থানায় গিয়ে অভিযোগ করতে অনিচ্ছুক বলেই পুলিশ পদক্ষেপ নিচ্ছে না। এরপর সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পর ৪ অক্টোবর পদুয়া থানায় বালজিন্দর সিং এর আবেদনের ভিত্তিতে এফআইআর করা হয়। নাম রয়েছে অজয় মিশ্র টেনি, আশিস মিশ্র, আমানদীপ সিং এবং এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির।

Latest article