রামদেবের সংস্থাকে মুছতে হবে বাতিল পণ্যের বিজ্ঞাপন, সুপ্রিম নির্দেশ

সম্পূর্ণ মুছে ফেলতে হবে সেখান থেকে। এর নজরদারির দায়িত্ব ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনকে দিয়েছে শীর্ষ আদালত।

Must read

প্রতিবেদন : শীর্ষ আদালতে আরও চাপে পড়ে গেল রামদেবের পতঞ্জলি। আদালত স্পষ্ট জানিয়ে দিল, সংস্থার যে ১৪টি পণ্যের লাইসেন্স বাতিল করে দিয়েছে উত্তরাখণ্ড সরকার, সেই পণ্যগুলির প্রচার বন্ধ করতে হবে সামাজিক মাধ্যম এবং অন্যান্য মিডিয়াগুলিতে। সম্পূর্ণ মুছে ফেলতে হবে সেখান থেকে। এর নজরদারির দায়িত্ব ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনকে দিয়েছে শীর্ষ আদালত।

আরও পড়ুন-নাসিক থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করুন, ভরসা ‘সুখসাগরে’ই

লক্ষণীয়, পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে আইএমএ। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি। শীর্ষ আদালতের নির্দেশ এরই প্রেক্ষিতে। রামদেবের সংস্থার আইনজীবী অবশ্য জানিয়েছেন, বিজ্ঞাপনগুলি ইতিমধ্যে ডিজিটাল মাধ্যম থেকে প্রত্যাহার করা হয়েছে।
আইএমএর আপত্তি ছিল আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও কোভিড ভ্যাকসিনের বিরুদ্ধে পতঞ্জলির বিজ্ঞাপন নিয়ে। শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল তারা। রামদেব এবং তাঁর সংস্থার পরিচালক বালকৃষ্ণকে ভর্ৎসনাও করেছিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে ক্ষমা চেয়েও রেহাই পাননি তাঁরা। এবারে শীর্ষ আদালত আরও কঠোর অবস্থান নিল রামদেবের সংস্থার বিরুদ্ধে।

Latest article