পিছলো আর জি কর মামলার শুনানি

Must read

আরও একবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। ২৭ নয় আগামী ৩০ সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে (Supreme Court)। রাজ্যের আইনজীবীর আবেদনের ভিত্তিতে সমস্ত পক্ষের মতামত নিয়ে তা পিছোতে রাজি দেশের সর্বোচ্চ আদালত।

জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলার শুনানি দু’থেকে তিন দিন পিছিয়ে দেওয়ার আর্জি জানায়। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন, সোমবার বিষয়টি নিয়ে ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করতে। এ দিন রাজ্যের আবেদনে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন- ম্যান মেড বন্যার বিরুদ্ধে লড়তে হবে একসাথে

ইতিমধ্যেই আরজি কর কাণ্ডে তদন্তের অগ্রগতি নিয়ে সিবিআই দু’টি স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। গত শুনানিতে দ্বিতীয় রিপোর্ট দেখে দেশের প্রধান বিচারপতি ক্ষোভ জানিয়েছিলেন। তিনি উল্লেখ করেছিলেন, সিবিআই ঘুমোচ্ছে। তাদের এই তদন্তে এক সপ্তাহের মধ্যে শেষ হবে না। তাতে সময় লাগবে। গত ৯ অগাস্ট কলকাতার সরকারি হাসপাতালের ঘটনার ভয়াবহতায় উত্তাল গোটা দেশ। সর্বস্তরে শুরু হয়েছে প্রতিবাদ। দোষীদের দ্রুত বিচার চেয়ে পথে নেমেছেন সাধারণ মানুষ। প্রতিবাদে সোচ্চার হয়েছেন জুনিয়র ডাক্তাররাও। এসবের ভিত্তিতে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে। শুরু হয় শুনানি।

 

Latest article