প্রতিবেদন : সুপ্রিম কোর্টে (Supreme Court) এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ফের পিছিয়ে গেল। এই মামলার পরবর্তী শুনানি ২৭ জানুয়ারি। হাইকোর্টের বিচারপতির নির্দেশে সিবিআই সাধারণভাবে তদন্ত করেছে বলে ক্ষোভপ্রকাশ করেন সিনিয়র অ্যাডভোকেট দুষ্মন্ত দাভে। এদিন শীর্ষ আদালতের (Supreme Court) প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি হয়। চাকরি বাতিল মামলায় শেষ শুনানি হয় ১৯ ডিসেম্বর। তখনই ১৫ জানুয়ারির মধ্যে মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে হলফনামা জমা দিতে বলেছিল আদালত।
আরও পড়ুন- পুণ্যস্নানে ১ কোটি ১০ লক্ষ পুণ্যার্থী