সরকারি প্রকল্পে মুখ্যমন্ত্রীর নাম ব্যবহারে আপত্তি নেই: সুপ্রিম কোর্ট

স্ট্যালিনের মামলার পরিপ্রেক্ষিতে রায়

Must read

প্রতিবেদন : সরকারি প্রকল্পে মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার ইস্যুতে তাৎপর্যপূর্ণ রায় দিল দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court)। প্রাসঙ্গিকভাবেই এই রায় সব রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য। তামিলনাড়ু সরকারের তরফে করা একটি মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে, রাজ্যের সরকারি প্রকল্পে মুখ্যমন্ত্রীর নাম ব্যবহারে কোনও আপত্তি নেই। এক্ষেত্রে মাদ্রাজ হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিয়ে একথা জানিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এমকে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে সরকারের একটি প্রকল্পের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যের বিরোধী দল এআইএডিএমকে সাংসদ সিভে সন্মুগম। হাইকোর্টের রায় খারিজের পাশাপাশি মামলাকারী সাংসদের ১০ লক্ষ টাকা জরিমানাও করেছে সুপ্রিম কোর্ট (সরকারি প্রকল্পে মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার ইস্যুতে তাৎপর্যপূর্ণ রায় দিল দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court)। প্রাসঙ্গিকভাবেই এই রায়)। কড়া ভাষায় শীর্ষ আদালত বলেছে, রাজনীতির লড়াই নির্বাচনের ময়দানে লড়া উচিত। আদালতকে রাজনৈতিক লড়াইয়ের ময়দান হিসাবে ব্যবহার করা উচিত নয়।

আরও পড়ুন-ভার্মা-কাণ্ডের পর হাইকোর্টের আরেক বিচারপতিকে কড়া তোপ সুপ্রিম কোর্টের

সম্প্রতি তামিলনাড়ুতে ‘উঙ্গালুদান স্ট্যালিন’ (আপনাদের স্ট্যালিন) নামে একটি জনমুখী প্রকল্প চালু হয়। ওই প্রকল্পে কেন মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে প্রথমে মাদ্রাজ হাইকোর্টে মামলা করেন রাজ্যের বিরোধী সাংসদ। হাইকোর্ট অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছিল, বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীদের নাম এবং ছবি কোনও সরকারি প্রকল্পে ব্যবহার করা যাবে না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে মামলা করে তামিলনাড়ু সরকার। আর তাতেই শীর্ষ আদালতের রায়, সরকারি প্রকল্পে মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার চলতেই পারে। এতে আদালতের কোনও আপত্তি থাকতে পারে না।

Latest article