নয়াদিল্লি : দিল্লির আবগারি কেলেঙ্কারি মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। দিল্লি হাইকোর্টে (Delhi High Court) না গিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ায় তাঁর গ্রেফতারির বিষয়ে এই মুহূর্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। আবগারি মামলায় সিসোদিয়া ৫ দিনের সিবিআই রিমান্ডে রয়েছেন।
কংগ্রেস নেতা তথা সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিংভি মঙ্গলবার সিসোদিয়ার গ্রেফতারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পি এস নরসিমার বেঞ্চে এই বিষয়ে শুনানি হয়। প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, আপনাদের হাইকোর্টে যাওয়া উচিত ছিল। আপনি সরাসরি সুপ্রিম কোর্ট থেকে জামিন চাইছেন কেন? বিচারপতি পি এস নরসিমা বলেন, ঘটনাটি দিল্লিতে ঘটেছে মানে এই নয় যে এই মামলা সরাসরি সুপ্রিম কোর্টে যাবে। আদালত সিসোদিয়াকে জামিনের জন্য প্রথমে দিল্লি হাইকোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছে। প্রধান বিচারপতি বলেন, আপনার সামনে অনেক পথ রয়েছে। আপনি সরাসরি সুপ্রিম কোর্ট থেকে জামিন চাইছেন কেন? আপনি ৩২ নম্বর ধারার অধীনে কেন এখানে এসেছেন? হাইকোর্টকে এড়িয়ে সরাসরি সুপ্রিম কোর্টে চলে আসা সুস্থ ঐতিহ্য নয়।
আরও পড়ুন: মহিলারাই ঠিক করবেন সাগরদিঘি কার
সিবিআই রবিবার আবগারি নীতি মামলায় 8 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে (Manish Sisodia) গ্রেফতার করেছিল। সোমবার দুপুরে তাঁকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হয়। সিবিআই আদালতের কাছে সিসোদিয়ার ৫ দিনের রিমান্ড চেয়েছিল, যা আদালত মঞ্জুর করেছে।