কোনও বাড়তি সময় নয়। আগামী দু’দিন অর্থাৎ রবিবারের মধ্যে ১১ জন অপরাধীকে আত্মসমর্পণ করতে হবে। বিলকিস বানো মামলায় (Bilkis Bano case) অপরাধীদের সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ১১ জন ধর্ষকের মুক্তির সিদ্ধান্ত খারিজ করে সম্প্রতি আদালত নির্দেশ দিয়েছিল রবিবারের মধ্যে জেলে ফেরত যেতে হবে তাদের। তবে আত্মসমর্পণের জন্য বাড়তি সময় চেয়ে শীর্ষ আদালতে আবাদন জানায় ৩ অপরাধী গোবিন্দভাই, রমেশ চন্দনা এবং মিতেশ ভাট। এক্ষেত্রে একেকজনের ছিল একেকরকম অজুহাত। গোবিন্দভাইয়ের আবেদন বৃদ্ধ বাবা-মার দেখভালের জন্য তাকে সময় দেওয়া হোক, রমেশের বক্তব্য ছেলের বিয়ের জন্য ৬ সপ্তাহ সময় চাই। তৃতীয়জন মিতেশ ভাটের অজুহাত, ফসল উৎপাদন করতে বাড়তি ৬ সপ্তাহ সময় লাগবে। তবে এদিন শীর্ষ আদালত তাঁদের আবেদন খারিজ করে জানায়, “যে সব কারণ দেখিয়ে আত্মসমর্পণ পিছোনোর চেষ্টা করা হয়েছে, তার কোনও ভিত্তি নেই। শুধু এই কারণে কারও জেলযাত্রা আটকানো যায় না।”
আরও পড়ুন- ধূপগুড়ি মহকুমা: কথা দিয়ে কথা রাখার নামই হল তৃণমূল, বললেন অভিষেক
২০০২ সালে গুজরাত হিংসার সময় বিলকিস বানোকে (Bilkis Bano case) গণধর্ষণ এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় সাজাপ্রাপ্ত ১১ জনকে মুক্তি দিয়েছিল গুজরাত সরকার। ২০২২ সালের ১৫ অগাস্ট মুক্তি পেয়েছিল ওই সাজাপ্রাপ্তরা। সরকারি তরফে জানানো হয়, জেলে ওই ১১ অপরাধীর ব্যবহার দেখেই তাদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সুপ্রিম কোর্ট এই যুক্তি শেষ পর্যন্ত বাতিল করে দেয়। সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায়ে জানায়, ১১ জন আসামিকেই আগামী রবিবারের মধ্যে জেলে ফেরত যেতে হবে। তবে অপরাধীদের তরফে নানা অজুহাত তোলা হলেও তা গ্রাহ্য হল না শীর্ষ আদালতে।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…