লাখিমপুর কান্ডে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের জামিন খারিজ করে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

Must read

উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে কৃষক মৃত্যুর ঘটনায় গ্রেফতার হয় ঘটনার অন্যতম অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশীষ মিশ্র। কিন্তু এলাহাদাবাদ হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্তি পায় আশীষ (Asish Mishra)। সোমবার অভিযুক্ত মন্ত্রীর ছেলের জামিন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, ৩ অক্টোবর কেন্দ্র সরকারের আনা তিন কৃষি আইনের বিরুদ্ধে উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে বিক্ষোভ প্রদর্শন করছিলেন কৃষকরা। সেই সময়েই বিক্ষোভকারী কৃষকদের ওপর গাড়ি চাপা দিয়ে খুনের অভিযোগ ওঠে। ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশীষ মিশ্র (Asish Mishra)। এরপর অজয়কে গ্রেফতার করা হলেও ১০ ফেব্রুয়ারি এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্তি পায় আশীষ মিশ্র। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মৃত কৃষকদের পরিবার। অভিযোগ, সাক্ষীদের ভয় দেখাচ্ছেন আশীষ মিশ্র। এমনকি এক সাক্ষীর ওপর হামলার অভিযোগ ওঠে। 

এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে অভিযুক্তকে আত্মসমর্পণ করতে হবে। অভিযুক্তের বিরুদ্ধে শুনানি চলাকালীন প্রভাব ফেলার অভিযোগ আনেন বিচারপতি। 

Latest article