নাবালিকার যৌন আচরণ, কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

ক্ষণিকের তৃপ্তির জন্য কখনওই নিজেদের উপর থেকে নিয়ন্ত্রণ হারানো উচিত নয়৷ কলকাতা হাইকোর্টের সেই পর্যবেক্ষণ নিয়ে তুমুল বিতর্ক ও সমালোচনা হয়

Must read

প্রতিবেদন : নাবালিকার (minor) যৌন আচরণ নিয়ে কলকাতা হাইকোর্টের তরফে কিছু বিতর্কিত পর্যবেক্ষণ দেওয়া হয়েছিল গত বছরের ১৮ অক্টোবর৷ এই পর্যবেক্ষণের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ সরকার৷ মঙ্গলবার এই মামলার শুনানিতেই কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালতের বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার নেতৃত্বাধীন বেঞ্চ৷ এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কিশোর-কিশোরীদের সম্পর্কে দায়ের হওয়া মামলার রায়দান করতে গিয়ে বিশেষভাবে সংবেদনশীল হতে হবে, সতর্ক থাকতে হবে৷ এই মর্মে বিশেষজ্ঞদের একটি কমিটি গঠন করা হবে, মঙ্গলবার নিজেদের রায়ে জানিয়েছে সুপ্রিম কোর্ট৷

আরও পড়ুন-সুপ্রিম কোর্টের নির্দেশ

উল্লেখ্য, গত বছরের ১৮ অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাশ ও বিচারপতি পার্থসারথি সেনের এজলাসে দায়ের হওয়া একটি ধর্ষণের মামলায় আদালত মন্তব্য করে, কিশোরীদের উচিত তাদের যৌন উত্তেজনা নিয়ন্ত্রণ করা৷ ক্ষণিকের তৃপ্তির জন্য কখনওই নিজেদের উপর থেকে নিয়ন্ত্রণ হারানো উচিত নয়৷ কলকাতা হাইকোর্টের সেই পর্যবেক্ষণ নিয়ে তুমুল বিতর্ক ও সমালোচনা হয়। শেষপর্যন্ত সেই পর্যবেক্ষণ এদিন খারিজ করেছে দেশের শীর্ষ আদালত৷ ধর্ষণের ওই মামলায় নিম্ন আদালতের রায়কে খারিজ করে কলকাতা হাইকোর্টের তরফে নির্দোষ সাব্যস্ত করা হয়েছিল অভিযুক্ত যুবককে৷ এদিন হাইকোর্টের রায়কে খারিজ করে নিম্ন আদালতের রায় পুনরায় বহাল রাখা হয়েছে৷

Latest article