ভোডাফোন-এয়ারটেলের বড় ধাক্কা, দিতে হবে ১ লক্ষ কোটি

সুপ্রিম কোর্টের নির্দেশ

Must read

প্রতিবেদন: দেশের শীর্ষ আদালতে বড় ধাক্কা খেল দুই নামী মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা এয়ারটেল ও ভোডাফোন৷ অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ বা সামঞ্জস্যপূর্ণ মোট রাজস্ব পুনর্গণনার যে দাবি জানিয়েছিল
এই দুটি সংস্থা, তা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)৷
এর আগে ২০১৯ সালের অক্টোবর মাসে সরকারের তরফে জারি নির্দেশিকায় বলা হয়েছিল এয়ারটেল ও ভোডাফোন সংস্থা দুটি ভারত সরকারকে ৯২,০০০ কোটি টাকা প্রদান করবে৷ টেলিকম সংস্থা ও ভারত সরকারের মধ্যে বজায় থাকা রাজস্ব ফারাক বাবদ দিতে হবে এই টাকা, কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের তরফে জানানো হয়েছিল এয়ারটেল ও ভোডাফোনকে৷ এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) ফের মামলা করে টেলিকম সংস্থাগুলি৷ তাদের দাবি ছিল ভারত সরকার গণনায় ভুল করেছে৷ টেলিকম সংস্থাগুলির লাইসেন্স ফি ও স্পেকট্রাম চার্জের যে হিসেব করা হয়েছে তাতে বড়সড় ভুল আছে৷ এই বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করতে গেলে টেলিকম সংস্থাগুলিকে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে সংস্থাগুলিকে। সুপ্রিম কোর্টে দায়ের করা মামলায় দাবি করেছিল এয়ারটেল ও ভোডাফোন৷ তাদের এই দাবি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালতের এই নির্দেশের পরে এখন দুই মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা এয়ারটেল ও ভোডাফোনের তরফে ভারত সরকারকে দিতে হবে প্রায় এক লক্ষ কোটি টাকা৷

আরও পড়ুন- পান্নুন হত্যার পরিকল্পনা ডোভাল ও প্রাক্তন র-প্রধানকে তলব মার্কিন আদালতের! কড়া প্রতিক্রিয়া ভারতের

Latest article