প্রতিবেদন : সুপ্রিম কোর্টে (Supreme court) ভর্ৎসিত হলেন গেরুয়া মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ। সেনা অফিসার কর্নেল কুরেশির বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের জন্যই ভর্ৎসনা করা হল তাঁকে। কর্নেল কুরেশিকে ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলে মন্তব্য করেছেন এই গেরুয়া মন্ত্রী। বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি আর গাভাই বিজেপি মন্ত্রীকে রীতিমতো ধমক দিয়ে বলেন, এটা কী ধরনের মন্তব্য? আপনার অন্তত একটু সংবেদনশীলতা দেখানো উচিত ছিল।
আরও পড়ুন-ভারতে কারখানা নয় অ্যাপেল কর্তাকে বললেন ডোনাল্ড ট্রাম্প
প্রধান বিচারপতির নির্দেশ, যান হাইকোর্টে গিয়ে ক্ষমা চান। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, বিজয় শাহের এই মন্তব্য মোটেই গ্রহণযোগ্য নয়। অসংবেদনশীল মন্তব্য। এই যুক্তিতেই মধ্যপ্রদেশ হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে শীর্ষ আদালত। মধ্যপ্রদেশ হাইকোর্ট এফআইআর করার নির্দেশ দিয়েছিল ওই বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে। সেই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। কিন্তু স্থগিতাদেশের আর্জি খারিজ হয়ে গেল শীর্ষ আদালতে। শুধু তাই নয়, মধ্যপ্রদেশ হাইকোর্টে ভর্ৎসিত হয়েছে সেখানকার পুলিশও। বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে মধ্যপ্রদেশ পুলিশ যেভাবে এফআইআর করেছে তাতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আদালত। লক্ষণীয়, বিজেপি মন্ত্রীর রুচিহীন মন্তব্যের প্রতিবাদে ফেটে পড়েছে তৃণমূল। দলের দাবি, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বিজেপি মন্ত্রীকে।