সুপ্রিম কোর্টে জোড়া ভর্ৎসনা সিবিআই-ইডির

Must read

প্রতিবেদন : একই দিনে শীর্ষ আদালতে তিরস্কৃত হল দুই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি সিবিআই এবং ইডি। বাংলায় একুশের বিধানসভা ভোট-পরবর্তী অশান্তি মামলার শুনানি রাজ্যের বাইরে অন্য কোথাও করা হোক, এই আর্জি জানাতে গিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টে (Supreme Court) তীব্র ভর্ৎসিত হল সিবিআই৷ কেন্দ্রীয় এজেন্সিকে রীতিমতো সতর্ক করে দিয়ে শীর্ষ আদালতের বিচারপতির মন্তব্য, রাজ্যের সব আদালতের উপর কালি ছেটাবেন না। বিচারপতিদের তীব্র ভর্ৎসনার মুখে পড়ে আদালতে দুঃখপ্রকাশ করতে বাধ্য হল কেন্দ্রীয় এজেন্সি। অন্যদিকে, পাচার মামলায় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে জেরা করার আর্জি জানাতে গিয়ে সুপ্রিম কোর্টে ধমক খেল ইডি। মাত্র ১০ সেকেন্ডের মধ্যে খারিজ হয়ে গেল ইডির আবেদন। ইডির আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজুকে দেখতে পেয়েই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানতে চান, ৬ মাসে মানে ঠিক ১৮১ দিন পরে মামলা করছেন কেন? রাজু কোনও উত্তর দেওয়ার আগেই প্রধান বিচারপতি জানান, অতিরিক্ত বিলম্বের কারণেই খারিজ করে দেওয়া হল ইডির আবেদন। একথা শোনার পরেই আদালত থেকে মাথা নিচু করেই বেরিয়ে যান ইডির আইনজীবী।

আরও পড়ুন- এসসি-এসটিরা অসুরক্ষিত মোদি জমানাতেই! বলছে কেন্দ্রের রিপোর্ট

অন্যদিকে, সিবিআই ভোট-পরবর্তী অশান্তি মামলায় ধমক খেল সুপ্রিম কোর্টে (Supreme Court)। কেন তারা এইসব মামলার শুনানি করতে চাইছে রাজ্যের বাইরে, তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সিবিআই অভিযোগ করে, রাজ্যের সব আদালতে সুষ্ঠু ন্যায়বিচার করার মতো পরিবেশ নেই৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই অভিযোগ শুনেই ক্ষোভে ফেটে পড়েন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি পঙ্কজ মিথাল৷ সিবিআইয়ের আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজুকে সামনে পেয়ে বিচারপতি ওকা জানতে চান, ভোট-পরবর্তী অশান্তি মামলার শুনানি অন্য রাজ্যে স্থানান্তর করার দাবি জানিয়ে কেন আপনারা এই ধরনের কলঙ্কজনক অভিযোগ করছেন? সিবিআইয়ের মতো একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অভিযোগ করছে পশ্চিমবঙ্গের কোনও আদালতে সুষ্ঠু ন্যায়বিচারের পরিবেশ নেই! আপনারা এই ধরনের মিথ্যে অভিযোগ করেন কী করে? এ-ক্ষেত্রে গোটা বিচারব্যবস্থাকে আপনরা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছেন৷ এটা আপনারা করতে পারেন না৷ পশ্চিমবঙ্গের সব আদালতে অবৈধ ভাবে জামিন দেওয়া হচ্ছে, এই ধরনের অভিযোগ করার কোনও অধিকার আপনার নেই৷
বিচারপতি ওকার তোপের মুখে পড়ে রীতিমতো থমকে যান সিবিআইয়ের আইনজীবী, অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু৷ তিনি আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করে বলেন, কোথাও একটা ভুল হয়েছে৷ খারাপ ড্রাফটিংয়ের কারণে এই ধরনের পিটিশন তৈরি হয়েছে৷ আমরা এই ভুল শুধরে নেব৷ আমরা বিচারব্যবস্থাকে অসম্মান করতে চাই না৷ গোটা বিষয়ে দুঃখপ্রকাশ করছি৷ রাজুকে থামিয়ে বিচারপতি ওকা বলে ওঠেন, এটা দুর্ভাগ্যজনক— সিবিআইয়ের মতো একটি কেন্দ্রীয় এজেন্সি এই ধরনের অভিযোগ করেছে৷ আপনারা স্ক্যান্ডালাস অ্যালিগেশন করেছেন৷ এই অভিযোগ প্রত্যাহার করতে হবে৷ একইভাবে বেঞ্চের অপর বিচারপতি পঙ্কজ মিথাল বলেন, নিম্ন আদালতের বিচারক, বিচারপতিরা এখানে ছুটে এসে নিজেদের ডিফেন্ড করবেন না৷ তার মানে এই নয় যে আপনারা যা ইচ্ছে তাই অভিযোগ করবেন৷ মনে রাখবেন, আপনারা রাজ্যের সব আদালতের উপরে কালি ছেটাতে পারেন না৷
এই তোপের মুখে পড়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়েই সিবিআইয়ের আইনজীবী এস ভি রাজু আরও একবার দুঃখপ্রকাশ করেন এবং জানান, তাঁরা মামলা প্রত্যাহার করছেন৷

Latest article