প্রতিবেদন : সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে উত্তরাখণ্ডের প্রাক্তন বিজেপি বনমন্ত্রী এবং ডিভিশনাল ফরেস্ট অফিসার। জিম করবেট (Jim Corbett) ন্যাশনাল উদ্যান ধ্বংস করার ব্যাপারে অভিযোগের আঙুল উঠেছে রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী হরক সিং রাওয়াত এবং ডিভিশনাল ফরেস্ট অফিসার কিষান চন্দের দিকে। আদালতের পর্যবেক্ষণ, প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন মন্ত্রী বেআইনি নির্মাণ এবং গাছ কাটার অনুমতি দেওয়ার ফলেই ধ্বংসের মুখে ঐতিহ্যশালী জিম করবেট ন্যাশনাল পার্ক। সেই কারণেই তাঁদের তিরস্কার করল শীর্ষ আদালতের ৩ বিচারপতির বেঞ্চ। শুধু তাই নয়, বুধবার জিম করবেট (Jim Corbett) ন্যাশনাল পার্কে বেআইনি নির্মাণ এবং গাছ কাটার বিষয়ে ৩ মাসের মধ্যে সিবিআইকে একটি স্ট্যাটাস রিপোর্টও জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বিআর গাভাই, প্রশান্ত কুমার মিশ্র এবং সন্দীপ মেহতার বেঞ্চে এদিন উঠেছিল জাতীয় উদ্যান নিয়ে মামলা। শীর্ষ আদালত এ-বিষয়ে কঠোর অবস্থান নিয়ে মন্তব্য করেছে, আমলা এবং রাজনীতিবিদরা জনগণের আস্থাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। শীর্ষ আদালত আরও বলেছে যে, আমরা বিস্মিত উত্তরাখণ্ডের প্রাক্তন মন্ত্রী হরক সিং রাওয়াত এবং প্রাক্তন বিভাগীয় বন কর্মকর্তা কিষাণ চন্দ বেআইনি নির্মাণ এবং গাছ কাটার অনুমতি দেওয়ায়। আইনকে স্পষ্টতই উপেক্ষা করেছেন তাঁরা। এবং বাণিজ্যিক উদ্দেশ্যে পর্যটনের প্রচারের অজুহাতে ভবন নির্মাণের জন্য ব্যাপকভাবে গাছ কাটায় উৎসাহ জুগিয়েছেন। ইডি হরক সিং রাওয়াতের সঙ্গে যুক্ত বন কেলেঙ্কারির মামলায় দিল্লি, উত্তরাখণ্ড এবং চণ্ডীগড়ের ১৭টি স্থানে তদন্ত চালানোর কয়েক সপ্তাহ পরে শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ। ২০১৯ সালে করবেট ন্যাশনাল পার্কের পাখরো টাইগার রিজার্ভ রেঞ্জে কয়েক হাজার গাছকাটা, আর্থিক অনিয়ম এবং বেআইনি নির্মাণের অভিযোগে রাওয়াতের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। তখন রাজ্যে বিজেপি সরকারের বনমন্ত্রী ছিলেন তিনি।
প্রাক্তন বিজেপি মন্ত্রীকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
জিম করবেট জাতীয় উদ্যান ধ্বংসের অভিযোগ