শর্মিলা ঠাকুরকে সুপ্রিম ভর্ৎসনা

পথকুকুর মামলায় অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। শুক্রবার মামলার শুনানিপর্বে সওয়ালকারীর যুক্তিও খারিজ করে দিল ৩ সদস্যের বেঞ্চ

Must read

নয়াদিল্লি : পথকুকুর মামলায় অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। শুক্রবার মামলার শুনানিপর্বে সওয়ালকারীর যুক্তিও খারিজ করে দিল ৩ সদস্যের বেঞ্চ। শর্মিলা ঠাকুরের উদ্দেশ্যে রীতিমতো ভর্ৎসনার সুরে বিচারপতিরা বলেন, আপনি বাস্তব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।

আরও পড়ুন-বক্সা ব্যাঘ্র প্রকল্পে ৭ নতুন প্রজাতির পাখির দেখা, খুশি বিদেশি পক্ষিপ্রেমীরা

এইমসের গোল্ডি নামে একটি পথকুকুর প্রসঙ্গে বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়ার বেঞ্চের মন্তব্য, হাসপাতালে থাকা পথকুকুরদের মহান করার কোনও প্রয়োজন নেই। শর্মিলা ঠাকুরের আইনজীবীর সওয়াল, আর্মেনিয়া, জর্জিয়ার মতো কুকুরগুলির গলায় রং-বেরঙের কলার লাগানো উচিত, যা তাদের আচরণের প্রতীক হিসেবে কাজ করবে। এই যুক্তি খারিজ করেই ভর্ৎসনা করা হয় অভিনেত্রীকে।

Latest article