জাতীয়

স্টেট ব্যাঙ্ককে কড়া ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, নির্বাচনী বন্ডের বিস্তারিত তথ্য জানাতে হবে বৃহস্পতিবারের মধ্যেই

প্রতিবেদন : নির্বাচনী বন্ডের অসম্পূর্ণ তথ্য দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবার কড়া ধমক খেল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শীর্ষ আদালত স্পষ্ট বুঝিয়ে দিল, কোনওভাবেই আর বরদাস্ত করা হবে না গাফিলতি বা ঢিলেমি! নির্বাচনী বন্ড নিয়ে সম্পূর্ণ তথ্য প্রকাশ করতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে এবার রীতিমতো ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন-শান্তনুর বিরুদ্ধে বিস্ফোরক বিশ্বজিৎ

বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে আদালতে হলফনামা দিয়ে স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যানকে জানাতে হবে, কোনওকিছু লুকিয়ে না রেখে নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করেছে ব্যাঙ্ক। সোমবার মামলার শুনানি চলাকালীন শীর্ষ আদালত সাফ জানিয়েছে, আগামী বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ করতে হবে এসবিআইকে। শুধুমাত্র তথ্য প্রকাশ নয়, সোমবার আদালত ধমকের সুরে জানিয়ে দিয়েছে বন্ডের সিরিয়াল নম্বরও ওইদিনের মধ্যে সামনে নিয়ে আসতে হবে। স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের এই নির্দেশে শুধু স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ নয়, মারাত্মক চাপে পড়ে যাবে মোদিজির বিজেপিও। এদিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি চলাকালীন রীতিমতো তিরস্কারের মুখে পড়তে হয় এসবিআইকে। গত শুক্রবারই শীর্ষ আদালতে নির্বাচনী বন্ড সংক্রান্ত মামলায় শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছিল, অসম্পূর্ণ তথ্য জমা দিয়েছে এসবিআই। বিরক্তিও প্রকাশ করেছিল। এরপরই রীতিমতো হুঁশিয়ারির সুরে শীর্ষ আদালত সম্পূর্ণ ও সঠিক রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছিল স্টেট ব্যাঙ্ককে। পাশাপাশি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এসবিআইয়ের দেওয়া ‘অসম্পূর্ণ’ তথ্য মুছে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। সোমবার এই ত্রুটি নিয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য স্টেট ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন-গেরুয়া অসমে ধর্ষক ডিএসপি

এদিন প্রধান বিচারপতি স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে কড়া ভাষায় বলেন, আমরা নির্বাচনী বন্ড নিয়ে আপনাদের কাছে থাকা সমস্ত তথ্য চাই। কিন্তু স্টেট ব্যাঙ্কের ভাবভঙ্গিটা এমন যে, আদালত প্রকাশ করতে বলেছে বলেই যা মনে হয় তাই সামনে আনব। এটা কিন্তু একেবারেই ঠিক নয়। আমরা যখন বলেছি সব তথ্য চাই, তখন সব তথ্যই প্রকাশ করতে হবে। এরপর এসবিআই নতুন তথ্য জমা দিলে তা ফের নতুন করে ওয়েবসাইটে তুলবে জাতীয় নির্বাচন কমিশন। জানা গিয়েছে, নির্বাচনী বন্ডের ক্রমিক নম্বর প্রকাশ্যে এলে কোন রাজনৈতিক দল কার বা কাদের কাছ থেকে অনুদান পেয়েছে, তা অনেকটাই স্পষ্ট হতে পারে। তবে সোমবার আদালত সময়সীমা বেঁধে দেওয়ায় এবার এসবিআইয়ের পাশাপাশি মোদি সরকার যে বেশ চাপে পড়ল তা আর বলার অপেক্ষা রাখে না।
সুপ্রিম কোর্টের নির্দেশে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গত মঙ্গলবারই জাতীয় নির্বাচন কমিশনকে নির্বাচনী বন্ডের তথ্য জমা দিয়েছিল। বৃহস্পতিবারের মধ্যেই সেই তথ্য প্রকাশ্যে আনে নির্বাচন সদন। সেই বন্ডে ক্রেতা এবং প্রাপক দলের তালিকা ওয়েবসাইটে প্রকাশও করলেও সেখানে বন্ডের নম্বরের উল্লেখ ছিল না।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago