ইউপি পুলিশকে কড়া ধমক সুপ্রিম কোর্টের

একাধিক ব্যক্তিকে দেওয়ানি মামলায় নিয়মিত হয়রানি করে পরে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করছে যোগীরাজ্যের পুলিশ।

Must read

প্রতিবেদন: উত্তরপ্রদেশ পুলিশকে তীব্র সমালোচনায় বিঁধল সুপ্রিম কোর্ট। একাধিক ব্যক্তিকে দেওয়ানি মামলায় নিয়মিত হয়রানি করে পরে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করছে যোগীরাজ্যের পুলিশ। এর পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত পুলিশকে সতর্ক করে দিয়ে বলেছে, যদি এই হেনস্থার কর্মকাণ্ড বন্ধ না হয়, তবে এমন আদেশ দেওয়া হবে যা উত্তরপ্রদেশ পুলিশের ডিজি আজীবন মনে রাখবেন।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর লেখা বইয়ের রেকর্ড বিক্রি

সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ একটি আগাম জামিনের মামলায় উত্তরপ্রদেশ পুলিশের আচরণ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। সংশ্লিষ্ট মামলায় এক ব্যক্তি অভিযোগ করেছিলেন যে তাঁর বিরুদ্ধে বিভিন্ন জমি সংক্রান্ত বিরোধ নিয়ে এক ডজন মামলা দায়ের করেছে পুলিশ। হয়রানির উদ্দেশ্যে এই কাজ করা হচ্ছে। উত্তরপ্রদেশ সরকারের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট রানা মুখোপাধ্যায় বোঝানোর চেষ্টা করেন যে অভিযুক্ত ব্যক্তি তদন্তে যোগ দেননি এবং পরিবর্তে গ্রেফতার থেকে সুরক্ষা চাইছেন। তার পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত মন্তব্য করে, অভিযুক্ত সম্ভবত ভয় পাচ্ছেন যে যদি তিনি হাজির হন, তবে পুলিশ তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করবে। আদালত বলেছে, তিনি হয়তো হাজির হচ্ছেন না কারণ তিনি জানেন যে আপনারা আরেকটি মিথ্যা মামলা দায়ের করবেন এবং তাঁকে গ্রেফতার করবেন। আপনার ডিজিপিকে জানিয়ে দিন যে তাঁকে (মামলার আবেদনকারী) স্পর্শ করলেই আমরা এমন একটি কড়া আদেশ দেব, যা তিনি আজীবন মনে রাখবেন। আপনারা প্রতিবার তাঁর বিরুদ্ধে নতুন নতুন এফআইআর নিয়ে আসেন! কতগুলি মামলা প্রসিকিউশন সমর্থন করতে পারে? জমি দখলের অভিযোগ করা খুবই সহজ। একজন ব্যক্তি যিনি নিবন্ধিত বিক্রয়দলিলে জমি কিনেছেন, তাঁকে জমি দখলকারী বলা হচ্ছে? এটি দেওয়ানি বিরোধ না ফৌজদারি বিরোধ? সুপ্রিম কোর্টের বিচারপতিরা কঠোর সমালোচনা করে বলেছেন, উত্তরপ্রদেশ পুলিশ একটি বিপজ্জনক পথে যাচ্ছে। নাগরিক বিরোধেও ফৌজদারি মামলা দায়ের হচ্ছে। আপনার ডিজিপিকে বলুন, যদি এই কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ না হয়, আমরা এমন একটি কড়া আদেশ দেব যা তিনি তাঁর সারা জীবন মনে রাখবেন। অভিযুক্ত ব্যক্তিকে তদন্তে যোগ দিতে দিন, তবে তাঁকে গ্রেফতার করবেন না। যদি আপনারা সৎভাবে মনে করেন যে কোনও নির্দিষ্ট মামলায় গ্রেফতারি প্রয়োজন, তবে আমাদের জানান যে কী কী কারণ রয়েছে। কিন্তু যদি পুলিশ কর্মকর্তারা তাঁকে গ্রেফতার করে, তাহলে আমাদের কাছ থেকে জেনে রাখুন, আমরা শুধু তাদের স্থগিত করব না, বরং তারা আরও কিছু হারাবে।

Latest article