নয়াদিল্লি : পেগাসাস (Pegasus) কেলেঙ্কারির তদন্তে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বিশেষজ্ঞ কমিটির মেয়াদ বাড়াল শীর্ষ আদালত (Supreme Court)। তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটিকে এজন্য অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চ জানিয়েছেন, ইতিমধ্যে ২৯টি মোবাইল ডিভাইস পরীক্ষা করা হয়েছে। বেআইনি নজরদারির তদন্ত শেষ করার জন্য আরও সময় বাড়ানো উচিত বলে আমরা মনে করি। আগামী চার সপ্তাহের মধ্যে টেকনিক্যাল কমিটির কাজ শেষ হওয়া উচিত। জুলাইয়ে ফের শুনানি।
আরও পড়ুন: ভুয়ো সংঘর্ষই রিপোর্ট জমা সুপ্রিম কোর্টে
প্রসঙ্গত, মোদি সরকার ইজরায়েলের পেগাসাস স্পাইওয়্যার (Pegasus Spyware) ব্যবহার করে বেআইনি নজরদারি চালাচ্ছে বলে শীর্ষ আদালতে (Supreme Court) মামলা করেন বিরোধী রাজনৈতিক দলের সদস্য, সাংবাদিক, সমাজকর্মী-সহ একাধিক বিশিষ্ট। এঁদের অভিযোগ, কেন্দ্র বিরোধী প্রতিবাদী স্বর দমন করার জন্য বেআইনিভাবে মোবাইলে নজরদারি চলছে। মোদি সরকারের বিরোধী যাঁরা, তাঁদের হেনস্তা করাই সরকারের লক্ষ্য। মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আর ভি রবীন্দ্রনের নেতৃত্বে বিশেষজ্ঞ কমিটি তদন্ত চালাচ্ছে।