চাইল্ড পর্নোগ্রাফি দেখা-ডাউনলোড করা শাস্তিযোগ্য অপরাধ! রায় সুপ্রিম কোর্টের

Must read

চাইল্ড পর্নোগ্রাফি দেখা নিয়ে বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের। শিশু পর্নোগ্রাফি দেখা বা ডাউনলোড করা পকসো আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ। শিশুদের উপর যৌন নির্যাতন আটকানোর লক্ষ্যে সোমবার মাদ্রাজ হাই কোর্টের রায় খারিজ করে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

কয়েকদিন আগে ২৮ বছর বয়সি এক ব্যক্তির বিরুদ্ধে ফোনে চাইল্ড পর্নোগ্রাফি ডাউনলোড করে দেখার অভিযোগ উঠেছিল। সেই মামলায় মাদ্রাজ হাই কোর্ট জানায়, শুধুমাত্র শিশু পর্নোগ্রাফি ডাউনলোড করে রাখা-দেখা পকসো এবং তথ্য প্রযুক্তি (আইটি) আইনের আওতায় অপরাধ বলে গণ্য করা হবে না। সোমবার সেই মামলাতেই ফের ফৌজদারি কার্যক্রম জারি করেছে দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court)। মামলাটি পুনরায় দায়রা আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন-ম্যান মেড বন্যার বিরুদ্ধে লড়তে হবে একসাথে

এদিন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ জানায়, মাদ্রাজ হাই কোর্টের রায় ‘গুরুতর ত্রুটিযুক্ত’। জানানো হয়েছে, ‘বর্তমানে পর্নোগ্রাফি দেখার মতো ভয়ংকর সমস্যা নিয়ে লড়ছে শিশুরা। আমাদের সমাজকে পরিণত হতে হবে যাতে শাস্তির বদলে শিক্ষা দেওয়া যায়।’ পাশাপাশি সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে, ‘চাইল্ড পর্নোগ্রাফি’ শব্দটিকে পরিবর্তন ‘চাইল্ড সেক্সুয়ালি অ্যাবুসিভ অ্যান্ড এক্সপ্লয়টিভ মেটিরিয়াল’ হিসেবে গণ্য করে সংশোধনী আনা হয়।

Latest article