প্রতিবেদন : মঙ্গলবার আরজি কর মামলার শুনানিতে তদন্তের গতি-প্রকৃতির উপর সন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। তদন্তের গতি-প্রকৃতির রিপোর্ট নিয়ে আলোচনা করার পর পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৭ মার্চ। বেঞ্চের সিদ্ধান্তে স্পষ্ট হয়ে গিয়েছে, শিয়ালদহ আদালতে আরজি কর মামলার যে শুনানি চলছে তাতে সন্তুষ্ট শীর্ষ আদালত। এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না শিয়ালদহ আদালতের গতি-প্রকৃতি নিয়ে আলোচনা করেন। আইনজীবীর পক্ষ থেকে জানানো হয় ৫২ জনের মধ্যে ৪৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এবং তদন্তের সবকটি দিকই আদালত খতিয়ে দেখছে।
আরও পড়ুন-মন্দারমণি : বাড়ল স্থগিতাদেশের মেয়াদ
আরজি কর মামলা নিয়ে বাংলার বিরোধী দলগুলি মিথ্যার বাতাবরণ তৈরির চেষ্টা চালিয়ে এসেছে শুরু থেকে। আরজি করে ধর্ষণ করে খুনের মামলাটি শিয়ালদহ কোর্টেই চলছে। নিয়মিত সেখানে সাক্ষ্যগ্রহণ-সহ বিচারপর্ব চলছে। বিরোধীরা গুলিয়ে দিতে সুপ্রিম দিতে প্রসঙ্গ টেনে বিচারহীনতার কথা বারবার বলেছে। কিন্তু সেটা যে আসলে মিথ্যাচার তা এদিন আর একবার প্রমাণ হয়ে গেল। মঙ্গলবার সুপ্রিম কোর্ট মার্চে ফের শুনানির দিন ধার্য করে বুঝিয়ে দিয়েছে শিয়ালদহ আদালতে যে পদ্ধতিতে বিচারপর্ব চলছে তাতে সন্তুষ্ট আদালত। বেঞ্চ বদলের পর মঙ্গলবার প্রথমবার বিচারপতি সঞ্জীব খান্না মামলাটি শোনেন। এদিন ন্যাশনাল টাস্ক ফোর্স নিয়েও বিচারপতি বলেন, যে সমস্ত্ সুপারিশ করা হয়েছে তা নিয়ে রাজ্যগুলির অভিমত কী? আগামী ৬ সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট দেওয়ার জন্য তিনি নির্দেশ দেন। এব্যাপারে একটি ই-মেইল আইডিও দেওয়া হয়। যেখানে যেকোনও ব্যক্তি এবিষয়ে পরামর্শও দিতে পারবে।