নয়াদিল্লি : দেশের সর্বত্র ঘৃণামূলক বক্তব্যের ঘটনার ওপর নজরদারি করা বা এই বিষয়ে আইন প্রণয়নের আগ্রহ নেই বলে মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এই পর্যবেক্ষণ দিয়েছে। বেঞ্চ জানিয়েছে, ইতিমধ্যে আইনগত ব্যবস্থা, পুলিশ স্টেশন এবং হাইকোর্টগুলি সক্রিয় রয়েছে।
আরও পড়ুন-এসআইআর ও বাংলার প্রতি বঞ্চনা, মোদি সরকারকে সংসদে তুলোধোনা করবে তৃণমূল
একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক বয়কটের কথিত আহ্বানের বিষয়ে দায়ের করা একটি আবেদনের শুনানি চলাকালীন শীর্ষ আদালত এই মন্তব্য করে। বেঞ্চ স্পষ্ট করে জানায়, এই আবেদনের আড়ালে আমরা কোনও আইন তৈরি করছি না। আপনারা নিশ্চিত থাকুন, দেশের এক্স, ওয়াই, জেড পকেটে ঘটে যাওয়া প্রতিটি ছোটখাটো ঘটনার ওপর নজরদারি করা বা আইন প্রণয়ন করার ইচ্ছা আমাদের নেই। হাইকোর্ট আছে, পুলিশ স্টেশন আছে, আইনি ব্যবস্থা আছে। সেগুলি ইতিমধ্যেই চালু আছে। শীর্ষ আদালত প্রথমে আবেদনকারীকে সংশ্লিষ্ট হাইকোর্টে নিজেদের অভিযোগ জানানোর নির্দেশ দিয়েছিল। বেঞ্চ আবেদনকারীর আইনজীবীকে প্রশ্ন করে, সারা দেশে এই ধরনের সমস্ত ঘটনার উপর এই আদালত কীভাবে নজরদারি চালিয়ে যেতে পারে? আপনারা কর্তৃপক্ষের কাছে যান। তাদের ব্যবস্থা নিতে দিন। অন্যথায়, হাইকোর্টে যান।

