কানাড়া ব্যাঙ্কে রাখা ব্যাকআপ প্রশ্নপত্রের খোঁজ সুপ্রিম কোর্টের

নিট দুর্নীতি: দিল্লি আইআইটির কমিটি গঠনের নির্দেশ

Must read

প্রতিবেদন: নিট কেলেঙ্কারি নিয়ে সোমবার নয়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকার এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-কে নিট-ইউজি, ২০২৪ পরীক্ষার জন্য কানাড়া ব্যাঙ্কের (Canara Bank) শাখায় সংরক্ষিত প্রশ্নপত্র সেটগুলির ব্যবহার সংক্রান্ত বিশদ বিবরণ প্রদান করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। প্রসঙ্গত, প্রশ্নপত্রের একটি সেট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সংরক্ষিত ছিল, প্রশ্নের অন্য সেটটি কানাড়া ব্যাঙ্কের শাখায় সংরক্ষণ করা হয়েছিল। এসবিআই প্রশ্নপত্রের সেটে কোনও অসঙ্গতি বা প্রশ্নফাঁস হলে কানাড়া ব্যাঙ্ক সেটটি ব্যাকআপ হিসাবে ব্যবহার করবে, এমনই সিদ্ধান্ত ছিল। তা সত্ত্বেও কিছু কেন্দ্রে কানাড়া ব্যাঙ্কের প্রশ্নপত্র ব্যবহার করা হয়েছিল। কোন পরিস্থিতিতে তা করা হল তা নিয়ে প্রশ্ন থাকছে। সোমবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চ এনটিএকে এই বিষয়ে বিশদ তথ্য সরবরাহ করতে বলেছে। এদিনের শুনানিতে সিনিয়র আইনজীবী নরেন্দ্র হুডা আবেদনকারীদের পক্ষে উপস্থিত হয়ে বলেছেন, ঝাজ্জারের একটি স্কুল এসবিআই সেটের পরিবর্তে প্রশ্নপত্রের কানাড়া ব্যাঙ্ক সেট বিতরণ করেছে। একথা শোনার পর প্রধান বিচারপতি জিজ্ঞাসা করেন, আমাদের বলুন কতগুলি কেন্দ্রে কানাড়া ব্যাঙ্কের কাগজপত্র বিতরণ করা হয়েছিল? সেই কেন্দ্রগুলিতে কি সঠিক প্রশ্ন পুস্তিকা পরিবর্তন করা হয়েছিল? ক’টি কেন্দ্রে প্রশ্ন মূল্যায়নের সময় কানাড়া ব্যাঙ্কের (Canara Bank) উত্তরপত্র ছিল এবং তারপর কানাড়া ব্যাঙ্কের প্রশ্নপত্র মূল্যায়নের পর সেখানে পরীক্ষার্থীদের পারফরম্যান্স কেমন ছিল? সোমবার শুনানির সময় আবেদনকারীরা বলেছিলেন, নিটে প্রশ্নফাঁসের ব্যাপকতা পুনরায় পরীক্ষা নেওয়ার যৌক্তিকতা প্রমাণ করে। তবে কেন্দ্রীয় সরকার এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) যথারীতি অনিয়মের বিষয়টি লঘু করে দেখিয়ে এর বিরোধিতা করেছে। এদিন উল্লেখযোগ্যভাবে সুপ্রিম কোর্টের বেঞ্চ দিল্লি আইআইটিকে নিট-ইউজি প্রশ্নপত্রে বিভ্রান্তি খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন- একনজরে সংরক্ষণ: যে পথে সংস্কারের দিকনির্দেশ কোর্টের

Latest article