নয়াদিল্লি : ইডি, সিবিআই প্রধানদের মেয়াদ বাড়ানো নিয়ে কেন্দ্রের অধ্যাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এবং বিভিন্ন সমাজকর্মীদের দ্বারা দায়ের হওয়া মামলাগুলি নিয়ে কেন্দ্রকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্ট ইডি এবং সিবিআই প্রধানদের মেয়াদ বাড়ানোর জন্য সরকারের আনা অধ্যাদেশকে চ্যালেঞ্জ করে একটি পিটিশনে কেন্দ্রের প্রতিক্রিয়া জানতে চেয়েছে। কেন্দ্রের অধ্যাদেশে সিবিআই এবং ইডির প্রধানদের কার্যকালের মেয়াদ দু’বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছিল। দশদিন পর বিষয়টির শুনানি হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতি এন ভি রামানার বেঞ্চ।
আরও পড়ুন-কম টাকা বরাদ্দ কেন?
তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র, সাকেত গোখলে, কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার প্রধান বিচারপতি কেন্দ্রকে নোটিশ পাঠিয়ে জবাবদিহি চেয়েছেন। উল্লেখ্য, ২০২১ সালে ইডি-র ডিরেক্টর সঞ্জয়কুমার মিশ্রের দু’বছরের মেয়াদ শেষ হওয়ার পরে তা আরও এক বছর বাড়িয়েছিল কেন্দ্র। গত বছরই শীর্ষ আদালত রায় দেয় যে মিশ্রের আর মেয়াদ বাড়ানো উচিত নয়।