প্রতিবেদন : বিদেশিদের বহিষ্কারের জন্য কোনো সুস্পষ্ট ব্যবস্থা না থাকা সত্ত্বেও ডিটেনশন ক্যাম্পে কেন তাঁদের আটক করে রাখা হচ্ছে? ডিসেম্বরেই এই প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট (supreme court)। কিন্তু সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হওয়ায় বুধবার অসম সরকারকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। গোয়ালপাড়ার মাটিয়াতে ডিটেনশন ক্যাম্পে ২৭০ জন বিদেশিকে কেন বন্দি করে রাখা হয়েছে এবং তাঁদের বহিষ্কারের জন্য সরকার কী ব্যবস্থা গ্রহণ করেছে, সেই সম্পর্কে হলফনামা জমা দিতে সুপ্রিম কোর্ট (supreme court) ৯ ডিসেম্বর রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল। কিন্তু রাজ্য সরকারের জমা দেওয়া হলফনামাকে সম্পূর্ণরূপে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করে বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি এন কে সিং-এর বেঞ্চ নির্দেশ দিয়েছে যে পরবর্তী শুনানির দিনে রাজ্যের মুখ্য সচিবকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত থাকতে হবে। রাজ্য সরকারের হলফনামায় ঘোর অসন্তোষ প্রকাশ করে বেঞ্চ বলেছে, হলফনামায় বিদেশিদের আটক করার কোনও সঠিক যুক্তি দেখানো হয়নি। বহিষ্কারের ব্যবস্থারও কোনও উল্লেখ নেই। এটি আদালতের আগের নির্দেশকে লঙ্ঘন করেছে। এই প্রসঙ্গে রাজ্য সরকারের আইনজীবী যুক্তি দেন যে কোনও ব্যক্তিকে ট্রাইব্যুনালের মাধ্যমে বিদেশি ঘোষিত হওয়ার পরই তাঁকে আটক করা হয় এবং ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়। আইনজীবী বহিষ্কার পদ্ধতিরও ব্যাখ্যা দেন। এর প্রেক্ষিতে আদালত সরাসরি প্রশ্ন করে, বহিষ্কারের প্রক্রিয়া শুরু না করেই বিদেশিদের কেন গ্রেপ্তার করা হচ্ছে? কিন্তু এই প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেন নি। রাজ্য সরকারের প্রতিনিধি আইনজীবী। এছাড়াও, রাজ্য সরকারের পক্ষ থেকে জমা দেওয়া হলফনামা জনসমক্ষে প্রকাশ না করার আবেদন আদালত ক্ষোভের সঙ্গে খারিজ করে দেয়। বিচারপতি ওকা এবং সিং-এর বেঞ্চ জানায় যে, এটি প্রমাণ করে যে রাজ্য সরকার বিষয়টি নিয়ে মোটেই স্বচ্ছতা অবলম্বন করেনি। হলফনামায় এমন কী গোপন বিষয় রয়েছে, সেটি আমরা জানতে চাই। তবে রাজ্য সরকারের অনুরোধে হলফনামাটি সিল করা থাকবে বলে জানায় বেঞ্চ, যদিও গোপনীয়তার বিষয়ে তারা একমত নয়।
আরও পড়ুন- স্ত্রীকে খুন, টুকরো দেহ সিদ্ধ করে লেকে ভাসিয়ে দিল স্বামী