প্রতিবেদন : দুর্নীতি ইস্যুতে ইম্পিচমেন্টের মুখে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মা। এরমধ্যেই হাইকোর্টের আরও এক বিচারপতিকে নিয়ে প্রশ্ন তুলল খোদ সুপ্রিম কোর্ট (Supreme Court)। হাইকোর্টের এক বিচারপতির যোগ্যতা নিয়েই সংশয় প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত। ঘটনাচক্রে, তিনিও এলাহাবাদ হাইকোর্টেরই বিচারপতি। বাকি কর্মজীবনে ওই বিচারপতিকে আর কোনও ফৌজদারি মামলা শুনতে দেওয়া যাবে না বলে নজিরবিহীন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এমন কড়া নির্দেশ এর আগে কখনও হয়নি।
এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি প্রশান্ত কুমার সম্প্রতি এক দেওয়ানি মামলায় ফৌজদারি প্রক্রিয়া শুরু করার অনুমতি দিয়েছিলেন। তাঁর যুক্তি ছিল, দেওয়ানি মামলার ফয়সালা হতে দীর্ঘ সময় লাগে। তার চেয়ে দ্রুত নিষ্পত্তি করা যায় সেজন্য ফৌজদারি প্রক্রিয়া শুরু করা হোক। হাইকোর্টের বিচারপতির এমন আজব, বেআইনি সিদ্ধান্তে বিস্মিত সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চের পর্যবেক্ষণ, হাইকোর্টের বিচারপতির ওই নির্দেশ তাঁদের দেখা সবচেয়ে খারাপ এবং ভুল নির্দেশের মধ্যে একটি। হাইকোর্টের এই বিচারপতির ফৌজদারি মামলা শোনার যোগ্যতা আদৌ রয়েছে কিনা, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। শেষপর্যন্ত শীর্ষ আদালতের নির্দেশ, যতদিন বিচারপতি কুমার কর্মরত থাকবেন, তাঁকে কোনও দিন কোনও ফৌজদারি মামলা দেওয়া যাবে না। তিনি ডিভিশন বেঞ্চে বসলে তখনও তাঁর সঙ্গে হাইকোর্টের কোনও অভিজ্ঞ বিচারপতিকেই রাখতে হবে।
আরও পড়ুন-হিরোশিমায় মার্কিন পরমাণু বোমা কি পার্ল হারবার আক্রমণের প্রতিশোধ? ইতিহাস এখনও রহস্যময়
হাইকোর্টের এই বিচারপতির ভূমিকায় অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট (Supreme Court) বলে, তিনি শুধু আত্মমর্যাদাই নষ্ট করেননি, বিচারব্যবস্থাকেও হাস্যাস্পদ করে তুলেছেন। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, দেশের বিচারব্যবস্থায় হাইকোর্ট স্তরে কী পরিমাণ ঘাটতি রয়েছে, তা আমরাও বুঝে উঠতে পারছি না। বহিরাগত প্রভাব অথবা আইনের তোয়াক্কা না করার ফলেই এসব ঘটছে। এই ধরনের ভুল ক্ষমার অযোগ্য।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…