জাতীয়

জোর ধাক্কা মোদি সরকারের, ‘নির্বাচনী বন্ড অসাংবিধানিক’ রায় সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা মোদি সরকারের। লোকসভা ভোটের আগেই নির্বাচনী বন্ড মামলায় (Electoral bonds) রায়দান সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার জানায় মোদি সরকারের জারি করা নির্বাচনী বন্ড প্রকল্প অসাংবিধানিক। সেই কারণে এই প্রকল্প খারিজ করল দেশের শীর্ষ আদালত। নির্বাচনী বন্ড প্রকল্পের বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রের তরফে যুক্তি দেওয়া হয় যে রাজনৈতিক দলগুলির আর্থিক অনুদানের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে নগদ টাকার পরিবর্ত হিসেবে নির্বাচনী বন্ড চালু করা হচ্ছে। দেশের বিভিন্ন সংস্থাও নির্বাচনী বন্ড কিনে রাজনৈতিক দলগুলিকে আর্থিক সহায়তা প্রদান করতে পারে বলেও প্রস্তাব রাখা হয় প্রকল্পে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের মামলা হয়। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ জানায় বেনামি নির্বাচনী বন্ডের (Electoral bonds) ফলে সংবিধানে প্রদত্ত বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘিত হয়।

আরও পড়ুন- তেলের বিল বকেয়া ১৯ কোটি টাকা কেন্দ্রের বিরুদ্ধে আজ উত্তরে প্রতিবাদ

উল্লেখ্য, সংবিধানের ১৯ (১) (এ) ধারার আওতায় সব নাগরিকদের বাকস্বাধীনতা প্রদান করা হয়েছে। কিন্তু এই বন্ড সেই ধারাকে ভঙ্গ করবে। পাশাপাশি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, নির্বাচনী বন্ড তথ্য জানার অধিকার (আরটিআই) আইনকে লঙ্ঘন করছে। রাজনৈতিক দলগুলির আর্থিক অনুদানের উৎস সম্পর্কে ভোটারের কিছুই জানার অধিকার থাকতে পারে না বলে মোদি সরকার যে যুক্তি দিয়েছিল তাও খারিজ করে দেশের সর্বোচ্চ আদালত। কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন ২০১৮ সালে প্রয়াত অরুণ জেটলি নির্বাচনী বন্ডের কথা ঘোষণা করেছিলেন। ২০১৭-র অর্থ বিলের মাধ্যমে আইনে একগুচ্ছ সংশোধনী এনে নরেন্দ্র মোদি সরকার ২০১৮ থেকে নির্বাচনী বন্ড চালু করে। ফলে কোনও ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে চাইলে, তাদের বন্ড কিনে সংশ্লিষ্ট দলকে দিতে হবে। সেক্ষেত্রে ১ হাজার, ১০ হাজার, ১ লক্ষ, ১০ লক্ষ এবং ১ কোটি টাকা মূল্যের বন্ড পাওয়া যাবে বলে জানিয়েছিল মোদি সরকার। এই প্রকল্পের নামে কেন্দ্র এবং অধিকাংশ রাজ্যে ক্ষমতায় থাকার সুবাদে গেরুয়া শিবির যে অর্থ আমদানির পাকাপাকি বন্দোবস্ত করে তুলতে চাইছিল, আজ সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়ে তা নস্যাৎ করে দিয়েছে।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago