কৃষক হত্যার রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

দিল্লির আসন্ন বিধানসভা ভোটের আগে ফের ব্যাকফুটে বিজেপি।

Must read

প্রতিবেদন: দিল্লির আসন্ন বিধানসভা ভোটের আগে ফের ব্যাকফুটে বিজেপি। উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে গাড়ি চাপা দিয়ে ৫ জন কৃষক হত্যার দায়ে অভিযুক্ত আশিস মিশ্র ঘটনার সাক্ষীদের প্রভাবিত করেছেন কি না, তা খতিয়ে দেখে সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ করতে হবে যোগীরাজ্যের পুলিশকে। সোমবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন বেঞ্চ।

আরও পড়ুন-রায়েও আর্থিক ক্ষতিপূরণ, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসার কথা স্মরণ করাল দল

প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতি মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র। অভিযোগ, ২০২১ সালের অক্টোবরে লখিমপুর খেরিতে কৃষক আন্দোলনের সময়ে বিক্ষোভকারী কৃষকদের উপরে হামলা করেছিল আশিস মিশ্রর দলবল। অভিযোগ, ওই সময়েই কৃষকদের গাড়ি চাপা দেন আশিস মিশ্র। তাঁর বিরুদ্ধে দায়ের করা হয় মামলা। এই মামলাতেই বেশ কিছু দিন জেল খাটেন আশিস। এর পরে সুপ্রিম কোর্টের অন্তবর্তী রায়ে জামিন পেয়ে জেলের বাইরে এসেই মামলার সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন তিনি,এই অভিযোগে সুপ্রিম কোর্টে দায়ের হয় মামলা।

Latest article