বিভিন্ন রাজ্যের সব মামলা হাতে নিল সুপ্রিম কোর্ট

আদালতে জানানো হয় যে, উত্তরপ্রদেশ, হিমাচলপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ড-সহ একাধিক রাজ্যে এমন আইন নিয়ে পিটিশন বিচারাধীন রয়েছে।

Must read

প্রতিবেদন : দেশের বিভিন্ন হাইকোর্টে বিচারাধীন ধর্মান্তর সম্পর্কিত রাজ্য আইনগুলির বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা সমস্ত পিটিশন নিজেদের কাছে স্থানান্তরিত করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে বিনোদচন্দ্রনের বেঞ্চ এই রায় দেয়।

আরও পড়ুন-নয়া আবগারি নীতির প্রস্তাব বয়সসীমা ২৫ থেকে কমিয়ে ২১, রাজস্বের লোভে তরুণদের মদ্যপানে উৎসাহ দিচ্ছে দিল্লির বিজেপি সরকার

আদালতে জানানো হয় যে, উত্তরপ্রদেশ, হিমাচলপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ড-সহ একাধিক রাজ্যে এমন আইন নিয়ে পিটিশন বিচারাধীন রয়েছে। এদিন সিনিয়র অ্যাডভোকেট ইন্দিরা জয়সিং আদালতে আবেদন করে বলেন, এই ধরনের অন্যান্য বিচারাধীন পিটিশনগুলি এখানে স্থানান্তরিত করা হোক। এটি সমস্ত আইনের জন্য একটি চ্যালেঞ্জ হবে। মধ্যপ্রদেশের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল কেএম নটরাজ এতে কোনও আপত্তি নেই বলে জানান। প্রধান বিচারপতি গাভাই সেই আবেদন মেনে নিয়ে বলেন, এই সংক্রান্ত সব পিটিশন এখানে পাঠানো হোক। শীর্ষ আদালত আরও জানায়, ছয় সপ্তাহ পর এই আইনগুলির কার্যকারিতার ওপর স্থগিতাদেশ চেয়ে করা আবেদনগুলি বিবেচনা করা হবে।

Latest article