প্রতিবেদন : তথ্যের অধিকার আইনে আটকে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। স্যান্টিয়াগো মার্টিনের যে একাধিক ইলেক্ট্রনিক ডিভাইস (ল্যাপটপ, মোবাইল ফোন-সহ) বাজেয়াপ্ত করেছে, তা থেকে তথ্য সংগ্রহ করতে ইডির উপর নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট। বুধবার বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি পঙ্কজ মিথিলের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন-গোয়ার ক্যালাঙ্গুটে সমুদ্র সৈকতে পর্যটকদের নৌকাডুবি, মৃত ১
একাধিক কেন্দ্রীয় এজেন্সির তদন্তে বিভিন্ন সংস্থার ইলেক্ট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়। ল্যাপটপ, মোবাইল ফোনের মত সেইসব ডিভাইসগুলি সংস্থাগুলির ব্যক্তিগত তথ্য গোপন রাখার কাজ করে। সেক্ষেত্রে এইসব ডিভাইস থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই সব ডিভাইসের তথ্য পেতে পারে কি না, তা নিয়ে নির্দেশ চেয়ে আবেদন জানায় অ্যামাজন, নিউজক্লিক সহ দুই দুই সংস্থা, যার মধ্যে একটি ফিউচার গেমিং। ২০২৩ সালে দিল্লি পুলিশ স্যান্টিয়াগো মার্টিনের ফিউচার গেমিং-এর ল্যাপটপ, মোবাইল বাজেয়াপ্ত করেছিল। তার পাল্টা সেই সব ডিভাইসে রাখা তথ্য প্রকাশ করা ‘তথ্য গোপন রাখার অধিকার’ আইনের পরিপন্থী বলে দাবি করে ফিউচার গেমিং। একই আবেদন ছিল অ্যামাজন, নিউজক্লিকের। পিটিশনাররা তাদের সাংবিধানিক এবং মৌলিক অধিকার, বিশেষ করে গোপনীয়তার অধিকার রক্ষা করার আবেদন জানিয়েছিলেন। তাঁরা যুক্তি দেন, ল্যাপটপ বা মোবাইল ফোনের মত ব্যক্তিগত ডিজিটাল ডিভাইসে সঞ্চিত তথ্য অত্যন্ত ব্যক্তিগত এবং এটি ব্যক্তির জীবনের বিষয়ে যেকোনও তথ্য প্রকাশ করে। সুপ্রিম কোর্টের আদেশে ইডিকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা সান্টিয়াগো মার্টিন এবং তার কোম্পানির কর্মচারীদের ইলেকট্রনিক ডিভাইস থেকে তথ্য অ্যাক্সেস বা কপি করতে পারবে না। সেইসঙ্গে পিএমএলএ (প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট)-এর অধীনে ইডির সমনও স্থগিত করেছে শীর্ষ আদালত। যেখানে সংশ্লিষ্ট ব্যক্তিদের তাদের ডিজিটাল ডিভাইস থেকে তথ্য বের করার জন্য উপস্থিত হতে বলা হয়েছিল।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…