প্রতিবেদন : সুপ্রিম কোর্টের এক্তিয়ার নিয়ে অবমাননাকর মন্তব্য সত্ত্বেও বিজেপি সাংসদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি কেন্দ্রীয় সরকার বা তাঁর দলের পক্ষ থেকে। সাংসদ নিশিকান্ত দুবের আদালত অবমাননাকর বক্তব্যের প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল থেকে সলিসিটর জেনারেলের কাছে চিঠিও দেওয়া হয়েছে। ভারতের ইতিহাসে যা কখনও হয়নি, বিজেপির আমলে সাংসদের মুখ থেকে সেরকম কথাও শুনতে হয়েছে দেশের মানুষকে।
আরও পড়ুন-দক্ষিণী সিনেমার সুপারস্টার মহেশবাবুকে সমন ইডির
এমনকী সোশ্যাল মিডিয়ায় সেই বক্তব্য রসিকতার সঙ্গে ভাইরাল হচ্ছে, যা দেশের শীর্ষ আদালতের জন্য আরও অবমাননাকর। তাই সোশ্যাল মিডিয়া থেকে সেই সব ভিডিও মুছে ফেলার আবেদন জানানো হল সুপ্রিম কোর্টে। মামলার শুনানি পরের সপ্তাহে তালিকাভুক্ত করার নির্দেশ দেন শীর্ষ আদালতের বিচারপতি বি আর গাভাই। আগামী সপ্তাহে মামলার শুনানি।