ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

Must read

নয়াদিল্লি : লখিমপুর-খেরির হিংসা ও কৃষক হত্যা মামলার তদন্তের ধীর গতির জন্য তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত বলেছে, আমাদের প্রত্যাশা অনুযায়ী মামলার তদন্ত এগোচ্ছে না। এত ধীর গতিতে তদন্ত হলে কবে শেষ হবে এই মামলা। লখিমপুরকাণ্ডে কৃষকদের গাড়ি চাপা দেওয়ার যে ভিডিও ভাইরাল হয়েছিল, তার ফরেনসিক রিপোর্ট জমা না পড়ায় এবং অভিযুক্তদের মোবাইল এখনও বাজেয়াপ্ত না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বেঞ্চ। বেঞ্চ জানায়, তদন্তের গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে উত্তরপ্রদেশ সরকার কাউকে আড়াল করার চেষ্টা করছে। সুপ্রিম কোর্ট এদিন হাইকোর্টের কোনও প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে এই মামলার তদন্তের পরামর্শ দিয়েছে। একই সঙ্গে এই মামলায় উত্তরপ্রদেশ সরকারকে শুক্রবারের মধ্যে তার অবস্থান স্পষ্ট করে জানাতে বলেছে। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি।

Latest article