বাংলার মতো জনবিন্যাস আছে এমন রাজ্যেও তো শান্তিতে চলছে ‘দ্য কেরালা স্টোরি’, তাহলে পশ্চিমবঙ্গ সরকার ছবিটি ব্যান করল কেন? শুক্রবার বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পি এস নরসিমহার বেঞ্চ এদিন বলে, ছবিটি দেশের বাকি অংশে নির্বিঘ্নে প্রদর্শিত হচ্ছে। বিতর্ক তৈরি হতেই রাজ্যে ছবিটি ব্যান করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে তামিলনাড়ুতেও ছবিটি না দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবির নির্মাতা সংস্থা সেই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন।
আরও পড়ুন- সুপ্রিম-নির্দেশ মেনে পথদুর্ঘটনায় রাজ্যের ৭ দফা গাইডলাইন, আহতের উদ্ধারকারীকে হয়রানি নয়