জাতীয়

বিবাহবিচ্ছেদে আর ছ’মাস অপেক্ষা করা বাধ্যতামূলক নয়

প্রতিবেদন : বিবাহবিচ্ছেদের (Divorce- Supreme Court) জন্য আর বাধ্যতামূলকভাবে ছ’মাস অপেক্ষা করতে হবে না। কারণ সুপ্রিম কোর্ট বাধ্যতামূলক অপেক্ষা করার এই আইনটি বাতিল করে দিয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, যে সম্পর্ক টেকার নয় অর্থাৎ বিচ্ছেদ অবশ্যম্ভাবী সেখানে ছ’মাস অপেক্ষা করার কোনও কারণ থাকতে পারে না। বেঞ্চ বলেছে, শর্তসাপেক্ষে দু’পক্ষের সম্মতিতে ৬ মাস বাধ্যতামূলকভাবে অপেক্ষা না করেই বৈবাহিক সম্পর্ক ভেঙে দেওয়া যেতে পারে।

শীর্ষ আদালত এদিন সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে এই রায় দিয়েছে। ওই ধারায় বলা আছে, শীর্ষ আদালত (Divorce- Supreme Court) বিচারাধীন কোনও মামলায় মনে করলে চলতি আইনের বিধান বদল, বাতিল বা সংশোধন করতে পারে। হিন্দু বিবাহ আইনের ১৩বি ধারাটি পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সাংবিধানিক বেঞ্চে এই মামলা দায়ের হয়েছিল। ওই ধারায় বলা আছে, ডিভোর্সের নোটিশ দেওয়ার দিন থেকে বাধ্যতামূলকভাবে ছ’মাস অপেক্ষা করতে হবে। অর্থাৎ ওই সময়ের মধ্যে ডিভোর্সের বিষয়ে আদালতও কোনওরকম হস্তক্ষেপ করতে পারবে না।

আরও পড়ুন- কর্নাটকে বিজেপির ইস্তাহারে বিভাজন-মেরুকরণের তাস

বিচারপতি সঞ্জয় কিসান কাউল, এ এস ওকা, সঞ্জীব খান্না, জে কে মহেশ্বরী এবং বিক্রম নাথের সাংবিধানিক বেঞ্চ এদিন বলেছে, কোন কোন ক্ষেত্রে বিচ্ছেদ অবশ্যম্ভব বলে বিবেচিত হবে, আদালত ইতিমধ্যেই তা চিহ্নিত করেছে। পূর্ণাঙ্গ রায়ে সে বিষয়গুলি উল্লেখ থাকবে। তবে বিচ্ছেদের ক্ষেত্রে আদালত সাধারণভাবে তিনটি বিষয়ে অবশ্যই গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। এই তিনটি বিষয় হল ভরণপোষণ রক্ষণাবেক্ষণ এবং সন্তানদের অধিকার।
শীর্ষ আদালতের এদিনের নির্দেশের ফলে অনেকেই মনে করছেন, দেশের বিবাহবিচ্ছেদের ঘটনা আরও বাড়বে। তবে পারিবারিক আদালতগুলিতে বিচ্ছেদ মামলার বোঝা কমতে পারে।

Jago Bangla

Recent Posts

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

6 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

10 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

19 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

24 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

33 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

1 hour ago