সুপ্রিম প্রশ্নের মুখে সিবিআই, কিছু অযোগ্যের জন্য কেন ২৬ হাজারের চাকরি যাবে

বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের পর্যবেক্ষণ, স্কুল সার্ভিস কমিশনের চাকরি-বাতিল মামলায় তদন্ত করতে নেমে ব্যর্থ হয়েছে সিবিআই

Must read

প্রতিবেদন : ২৬ হাজার চাকরি-বাতিল মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে বড় প্রশ্নের মুখে সিবিআইয়ের (CBI) ভূমিকা৷ বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের পর্যবেক্ষণ, স্কুল সার্ভিস কমিশনের চাকরি-বাতিল মামলায় তদন্ত করতে নেমে ব্যর্থ হয়েছে সিবিআই। যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সুপ্রিম কোর্টের প্রশ্ন, কিছু অযোগ্য প্রার্থীর জন্য ২৬ হাজার প্রার্থীর চাকরি যাবে কেন?

আরও পড়ুন-কুলগামে সেনার গুলিতে নিহত ৫ জঙ্গি, আহত ২ জওয়ান

অভিষেক মনু সিংভি প্রশ্ন তুলেছেন ১০ হাজার যোগ্য লোকের চাকরি খারিজের যৌক্তিকতা নিয়ে। এই প্রসঙ্গে এসএসসির তরফে আইনজীবী জয়দীপ গুপ্ত জানান, আদালতের নির্দেশ হলে যোগ্য এবং অযোগ্য ব্যক্তিদের বাছাইয়ের কাজ করে দেবে স্কুল সার্ভিস কমিশন৷ সব পক্ষের বক্তব্য শোনার পরে প্রধান বিচারপতি জানান, ৭ জানুয়ারি হবে এই মামলার পরবর্তী শুনানি৷ হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করেছিলেন। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। পৃথকভাবে মামলা করে রাজ্যের শিক্ষা দফতর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। তার পর সুপ্রিম কোর্টে দফায় দফায় মামলা করেন হাইকোর্টের নির্দেশে চাকরিহারাদের কয়েকজনও।

Latest article