সুপ্রিম প্রশ্ন : ডিএ মৌলিক অধিকার?

Must read

প্রতিবেদন : মহার্ঘভাতা বা ডিএ কি রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার? মঙ্গলবার এই নিয়েই প্রশ্ন উঠে গেল সুপ্রিম কোর্টে (Supreme Court)। মঙ্গলবার মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির সঞ্জয় কারোল ও প্রশান্ত কুমারের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, ডিএকে মৌলিক অধিকার বলা যেতে পারে এমন কিছুই পাওয়া যাচ্ছে না। এরপরেই ডিএ সরকারি কর্মচারীদের আইনি অধিকার নয়, এটা রাজ্য সরকারের এক্তিয়ারের মধ্যেই পড়ে বলে সুপ্রিম কোর্টে (Supreme Court) যুক্তি তুলে ধরেন রাজ্য সরকারের আইনজীবী শ্যাম দিওয়ান। তিনি আরও বলেন, ডিএ রাজ্য সরকার ঠিক করবে। রাজ্যের আর্থিক পরিস্থিতি বিবেচনা করে সরকার ডিএ ঠিক করে। এছাড়াও কেন্দ্রের হারে রাজ্যকেও ডিএ দিতে হবে, এমন কোনও আইনে উল্লেখ নেই। রাজ্যের আর্থিক পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন হারে ডিএ দিয়ে থাকে সরকার। এটা মেনে নিতে হবে সরকারি কর্মচারীদের। এদিন সুপ্রিম কোর্টে (Supreme Court) এমনই যুক্তি দেন আইনজীবী শ্যাম দিওয়ান। এদিন রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বাল তাঁর সওয়ালে বলেন, প্রত্যেক রাজ্যে ডিএ-র হার আলাদা। পশ্চিমবঙ্গ বাদে তেরোটি রাজ্যের উদাহরণ তুলে ধরে সিব্বাল বলেন, এই সমস্ত রাজ্য তাদের আর্থিক পরিস্থিতি বিবেচনা করে ডিএ দেয়। আর এই নিয়মেই পশ্চিমবঙ্গ নিজের সাধ্যমতো ডিএ দিচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার ডিএ দিচ্ছে না, এমন নয়— সাওয়ালে তা স্পষ্ট করে দেন আইনজীবী কপিল সিব্বাল। সুপ্রিম কোর্টে সোমবার ডিএ মামলার শুনানির কথা থাকলেও তা হয়নি। মঙ্গলবার থেকে ডিএ মামলার বিস্তারিত শুনানি শুরু হয়েছে।

আরও পড়ুন- বাংলাভাষীরা আক্রান্ত, জনরোষের মুখে গদ্দার

Latest article