উদ্বেগজনক সুরজিৎ, পাশে রাজ্য সরকার

সুরজিতের চিকিৎসা যাতে সুষ্ঠুভাবে করা যায়, তার উদ্যোগ নিল রাজ্য সরকার। মঙ্গলবার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এই নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন।

Must read

প্রতিবেদন : সোমবার রাত থেকে প্রাক্তন ভারতীয় ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে পোর্টেবল বাইপ্যাপ চিকিৎসা ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে। সুরজিতের চিকিৎসা যাতে সুষ্ঠুভাবে করা যায়, তার উদ্যোগ নিল রাজ্য সরকার। মঙ্গলবার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এই নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়, যে বিশিষ্ট এই ফুটবলারের চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হবে। বেসরকারি যে হাসপাতালে সুরজিতের চিকিৎসা চলছে সেখানে তাঁকে দেখতে আসবেন কোভিডের বিশেষজ্ঞ চিকিৎসক যোগীরাজ রায়। প্রতিদিন সন্ধ্যায় মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হবে। এবং কোনও বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন হলে রাজ্য সরকার তৎক্ষণাৎ তার ব্যবস্থা করবে।

আরও পড়ুন-ভোটে প্রতিশ্রুতি গুরুতর সমস্যা, ক্ষুব্ধ মন্তব্য সুপ্রিম কোর্টের

মঙ্গলবারের বৈঠকে ক্রীড়ামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পিয়ারলেস হাসপাতালের সিইও সিঞ্চন ভট্টাচার্য, রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্যসচিব সুব্রত বিশ্বাস, প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, বিদেশ বসু, সত্যজিৎ চট্টোপাধ্যায় এবং দেবজিৎ ঘোষ। এছাড়াও ছিলেন তিন প্রধানের কর্তা ও আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়।

Latest article