Surajit Saha: বিদ্রোহী সুরজিৎ তৃণমূলে

Must read

সৌমালি বন্দ্যোপাধ্যায় : তৃণমূলে (Trinamool Congress) যোগ দিলেন বিজেপির (BJP) হাওড়া জেলার (সদর) প্রাক্তন সভাপতি সুরজিৎ সাহা (Surajit Saha)। বৃহস্পতিবার বিকেলে শরৎ সদনে আয়োজিত এক দলীয় অনুষ্ঠানে তাঁর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন সমবায়মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন তৃণমূলের হাওড়া সদরের সভাপতি কল্যাণ ঘোষ, চেয়ারম্যান লগনদেও সিং, বিধায়ক গৌতম চৌধুরি, জেলা পরিষদের সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য, মধ্য হাওড়া তৃণমূলের কার্যকরী সভাপতি সুশোভন চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে। সুরজিতের সঙ্গেই বিজেপির হাওড়া সদরের প্রাক্তন সম্পাদক বিমল প্রসাদ, মধ্য হাওড়া কেন্দ্রের সম্পাদক রাজীব ঘোষ, সাঁকরাইল মন্ডলের সভাপতি সুমনা সেনগুপ্ত, বালি মন্ডলের সহ সভাপতি কুন্দন সিং ও হিতেশ শাহ সহ উত্তর হাওড়া, শিবপুরের একাধিক বিজেপি নেতা তৃণমূলে যোগ দিলেন। তাঁদের নেতৃত্বে প্রায় ১ হাজার কর্মীও এদিন তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁদের তৃণমূলে যোগদান করিয়ে সমবায়মন্ত্রী অরূপ রায় বলেন ‘সুরজিৎ তৃণমূলে যোগ দেবার জন্য আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন নিয়ে দলীয় পদ্ধতি মেনে তাঁকে তৃণমূলে নেওয়া হল। এর ফলে তৃণমূল আরও শক্তিশালী হবে।’

আরও পড়ুন-ধমকে-চমকে নয়, অবাধ নির্বাচনে বিজেপিকে শূন্য করুন, নেতা-কর্মীদের বার্তা দিলেন Abhishek Banerjee

তৃণমূলে যোগ দিয়ে সুরজিৎ (Surajit Saha) বলেন ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে উন্নয়নের যে কর্মযজ্ঞ চলছে তাতে সামিল হতে চেয়েই আমি তৃণমূলে যোগ দিলাম। দল আমায় যে দায়িত্ব দেবে তা নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব।’

Latest article