সংবাদদাতা, নৈহাটি : হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন বাকি উপনির্বাচনে। তাই জয় নিশ্চিত করতে বাড়ি-বাড়ি প্রচার, জনসংযোগ, কর্মিসভা, জনসভা, পথসভা কোনও কিছুতেই খামতি রাখতে চাইছেন না নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে। প্রয়োজনী অনুযায়ী তৈরি হয়েছে প্রচার-পদ্ধতির কর্মসূচি। প্রচারের ক্ষেত্রে মূলত ঘরে ঘরে গিয়ে সরাসরি জনসংযোগ ও পথসভা, র্যালিকে গুরুত্ব দিচ্ছেন প্রার্থী সনৎ দে। পাশাপাশি, যে জায়গাগুলিতে সংগঠন তুলনামূলকভাবে দুর্বল, সেখানে জনসংযোগে বেশি জোর দিচ্ছেন তিনি।
আরও পড়ুন-হাড়োয়ার প্রার্থীর সমর্থনে প্রচারে ঝড় মন্ত্রী-সাংসদের
বুধবার সকাল সাড়ে আটটা থেকে মাঝিপাড়া-পলাশি এলাকায় নির্বাচনী প্রচার শুরু করেন প্রার্থী। মাঝিপাড়ার কালীমন্দির পরিদর্শন করে সেখানে পুজো দেন। এরপর ওই এলাকায় বাড়ি-বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি। প্রচারে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, বিশেষ করে প্রবীণ নাগরিক এবং মহিলাদের সঙ্গে আলাপচারিতার উপর বেশি জোর দেন। সাড়ে বারোটা নাগাদ সোশ্যাল মিডিয়ার কর্মীদের সঙ্গে বৈঠক করেন। সাড়ে তিনটে নাগাদ জেটিয়া এলাকার ঘরে-ঘরে গিয়ে প্রচার সারেন তৃণমূল প্রার্থী সনৎ দে। তারপর হালিসহর চেন গেট থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত বিরাট র্যালি হয়। এই র্যালিতে প্রার্থী সনৎ দে-এর সঙ্গে ছিলেন সাংসদ-অভিনেত্রী জুন মালিয়া। র্যালিতে মানুষের উপস্থিতি ও উৎসাহ তৃণমূল প্রার্থীর নিশ্চিত জয়ের প্রমাণ। বিকেল থেকে রাত পর্যন্ত নোয়াখালি কলোনি, বুডুরিয়া, নান্না, ইন্দিরা কলোনি, ফেরিঘাট, বলাইবাগ ইত্যাদি জায়গায় পথসভা আয়োজিত হয় স্থানীয় তৃণমূল নেতৃত্বের উদ্যোগে। পথসভাগুলিতে বক্তব্য রাখেন সাংসদ পার্থ ভৌমিক, সাংসদ জুন মালিয়া, আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ চক্রবর্তী, নারায়ণ গোস্বামী, সমীর চক্রবর্তী, মদন মিত্র, নির্মল ঘোষ-সহ অন্যরা।