গত ২৩শে জানুয়ারী থেকে প্রখ্যাত ফুটবলার সুরজিত সেনগুপ্ত (Surajit Sengupta) পিয়ারলেস হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি । বাড়ির লোকেরা চাইছিলেন SSKM থেকে একটি এক্সপার্ট টিম এসে তাঁকে দেখে যান । মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুবই উদ্বিগ্ন এবং প্রতিনিয়ত তাঁর খোঁজখবর রাখছেন । তাঁরই নির্দেশে মাননীয় ক্রীড়া মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস আজ SSKM এর ডাক্তারদের একটি স্পেশালিষ্ট টিম যেখানে ছিলেন ডিরেক্টর ডাঃ মনিময় বন্দ্যোপাধ্যায়, চেষ্ট মেডিসিনের এইচ. ও. ডি. ডাঃ সোমনাথ কুন্ডু, কার্ডিওলজিস্ট ডাঃ সরোজ মন্ডল, ক্রিটিকাল কেয়ার মেডিসিন ইউনিটের এইচ. ও. ডি. প্রফেসর ডাঃ অসীম কুন্ডু এবং স্পেশালিষ্ট মেডিসিন প্রফেসর ডাঃ নিলাদ্রী সরকার তাঁরা এসে হাসপাতালের ডাক্তারদের সাথে সুরজিত সেনগুপ্তর (Surajit Sengupta) চিকিৎসা সংক্রান্ত সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।