নবান্ন থেকে নজরদারি

শান্তি ও সৌহার্দের মধ্যে রামনবমী পালনের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Must read

প্রতিবেদন : শান্তি ও সৌহার্দের মধ্যে রামনবমী পালনের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি সতর্ক প্রশাসন। নবান্নে ডিজি কন্ট্রোল রুমে থাকবেন এডিজি (আইন শৃঙ্খলা) জাভেদ শামিম। তাঁর নেতৃত্বে পুলিশের পদস্থ কর্তারা নজরদারি করবেন। রাজ্য জুড়ে প্রায় আড়াই হাজার অনুমোদিত মিছিল হবে। এছাড়া প্রায় এক হাজার এলাকাভিত্তিক মিছিল হবে।

আরও পড়ুন-দিনের কবিতা

প্রতিটি মিছিলেই পুলিশ থাকবে। স্পর্শকাতর এলাকাগুলি আগেই চিহ্নিত করা হয়েছে। কোন অফিসার দায়িত্বে থাকবেন, সেগুলিও নির্দিষ্ট করা হয়েছে। বিজেপির উসকানি এবং প্ররোচনা প্রতিটি অঞ্চলেই থাকবে। ঠান্ডা মাথায় সেগুলি মোকাবিলা করার জন্য পুলিশ-প্রশাসনকে বলা হয়েছে। সাধারণ মানুষকেও প্ররোচনায় পা না দিতে অনুরোধ করা হয়েছে। যে কোনও ধরনের প্ররোচনা প্রশাসন রুখে দিতে প্রস্তুত।

Latest article