ফের ফোনে নজরদারি? কেন্দ্রকে তুলোধোনা তৃণমূলের

গোপনে ইজরায়েলি সফটওয়ার পেগাসাস ব্যবহার করে আমজনতার ফোনের উপরে নজরদারি চালানোর চেষ্টা করেছিল মোদি সরকার, বছর দুয়েক আগে৷

Must read

প্রতিবেদন: গোপনে ইজরায়েলি সফটওয়ার পেগাসাস ব্যবহার করে আমজনতার ফোনের উপরে নজরদারি চালানোর চেষ্টা করেছিল মোদি সরকার, বছর দুয়েক আগে৷ সেই সময়ে আমজনতার পাশে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিল বিরোধী শিবির৷ এই ইস্যুতে সরকার বনাম বিরোধীদের লড়াইয়ের জেরে বছর দুয়েক আগে একটা গোটা সংসদীয় অধিবেশন ভেস্তে গিয়েছিল৷ সেই সময়ে পিছু হটলেও ফের আমজনতার ফোনে নজরদারি চালানোর উদ্যোগ নিচ্ছে মোদি সরকার। তৃতীয় মোদি সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ উঠতে শুরু করেছে প্রবলভাবে৷

আরও পড়ুন-পোলিও টিকার জন্য সাময়িক বিরতি যুদ্ধে, জানাল হু

সরকারি সূত্রের দাবি, জরুরি প্রয়োজনের যুক্তি দেখিয়ে আমজনতার ফোনে নজরদারি চালানোর জন্য এবার কেন্দ্রীয় তথ্য ও যোগাযোগ আইনে বেশ কিছু পরিবর্তন করতে খসড়া বিল তৈরি করেছে কেন্দ্রীয় সরকার৷ এরপর কেন্দ্রীয় মন্ত্রিসভা খসড়া বিলে অনুমোদন দিলে বিলটিকে পেশ করা হবে সংসদের শীতকালীন অধিবেশনে। দেশের প্রত্যন্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযান বা জরুরি পরিস্থিতির নিরিখে এই নজরদারি চালাতে পারবে কেন্দ্রীয় সরকার, এই বিষয়টির উল্লেখ করা হচ্ছে খসড়া বিলে৷ এইক্ষেত্রে সরকারি অভিযানের নেতৃত্বে থাকা সেনা বা আধাসেনার কর্তাই এই নজরদারি চালানোর অনুমতি প্রদান করতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে খসড়া বিলে৷ প্রস্তাবিত বিলের খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়ছে তৃণমূল কংগ্রেস৷ দু-বছর পরে ঘুরপথে আরও একবার যেভাবে সাধারণ মানুষের ফোনে নজরদারি চালানোর সিদ্ধান্ত গ্রহণ করছে মোদি সরকার, তা পুরোপুরি বেআইনি, স্পষ্ট জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়৷ তাঁর কথায়, পেগাসাসের ব্যবহারের বিরুদ্ধে আমরা প্রতিবাদে সোচ্চার হয়েছিলাম৷ সেইসময়ে পিছু হটলেও সরকার এখন আবার ঘুরপথে নজরদারি করার চেষ্টা চালাচ্ছে৷ আগেরবারের মত এবারও আমরা প্রতিবাদ করব৷ কোনওভাবেই মোদি সরকারের এই অনৈতিক অভিপ্রায় সফল হতে দেব না৷

Latest article