ভূ-মানচিত্র তৈরিই লক্ষ্য ড্রোনের মাধ্যমে জরিপ

নতুন মৌজাভিত্তিক ভূ-মানচিত্র তৈরির লক্ষ্যে রাজ্য সরকার ড্রোনের মাধ্যমে পুর এলাকাগুলিতে জরিপের কাজ শুরু করেছে

Must read

প্রতিবেদন : নতুন মৌজাভিত্তিক ভূ-মানচিত্র তৈরির লক্ষ্যে রাজ্য সরকার ড্রোনের মাধ্যমে পুর এলাকাগুলিতে জরিপের কাজ শুরু করেছে। ইতিমধ্যেই জিআইএস বা ভৌগোলিক তথ্য ব্যবস্থার মাধ্যমে সমস্ত পুরসভায় মাস্টারপ্ল্যান তৈরির কাজ শেষ হয়েছে। উত্তরবঙ্গের ফালাকাটায় ড্রোন ব্যবহার করে জরিপের কাজও সম্পন্ন। সেখানে বর্তমানে জিও রেফারেন্সের কাজ চলছে বলে জানিয়েছে পুর ও নগর উন্নয়ন দফতর। আগামী তিন মাসের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে দফতর।

আরও পড়ুন-ট্রেন বাতিল! বিপর্যস্ত রেল পরিষেবা শনি-রবি ৭ ঘণ্টা বন্ধ বনগাঁ শাখা

এছাড়া রাজ্যের শহরাঞ্চলে জমা জলের সমস্যা থেকে পাকাপাকি মুক্তি পেতে ভৌগোলিক তথ্য ব্যবস্থার মাধ্যমে একটি সার্বিক নিকাশের মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই বারাকপুর মহকুমা এবং বিধাননগর পুর এলাকার আধুনিক নিকাশি প্রকল্পের জন্য সাড়ে চার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজপুর-সোনারপুর, বারুইপুর পুরসভার জন্য ১ কোটি ২০ লক্ষ মাস্টার প্ল্যান নির্মাণের বিকল্প প্রকল্প-রিপোর্ট তৈরির কাজ শেষ বলেও জানা গিয়েছে। এছাড়া চন্দননগর ভদ্রেশ্বর, চাঁপদানি পুর এলাকায় জিআইএস-ভিত্তিক ড্রেনেজ মাস্টার প্ল্যান তৈরির জন্য বিস্তারিত প্রকল্প-রিপোর্ট তৈরির কাজ শুরু হয়েছে। ডানকুনি, উত্তরপাড়া, কোন্নগর, শ্রীরামপুর, বৈদ্যবাটি পুর এলাকায় প্রকল্পের চূড়ান্ত কাজ কয়েক দিনের মধ্যেই শুরু হবে।

Latest article