সেরার দৌড়ে সূর্য ও স্মৃতি

মহিলা বিভাগে স্মৃতিকে লড়তে হবে পাক অলরাউন্ডার নিশা দার, নিউজিল্যান্ডের সোফি ডিভাইন ও অস্ট্রেলিয়ার তাহলিয়া ম্যাকগ্রার সঙ্গে

Must read

দুবাই, ২৯ ডিসেম্বর : আইসিসি-র বর্ষসেরা পুরুষ ও মহিলা টি ২০ ক্রিকেটারের পুরস্কার পাওয়ার দৌড়ে দুই ভারতীয় সূর্যকুমার যাদব ও স্মৃতি মান্ধানা। প্রসঙ্গত, গত বছর স্মৃতি এই পুরস্কার জিতেছিলেন। ২০২২ সালে সেরা টি ২০ পুরুষ ক্রিকেটার সম্মান পাওয়ার দৌড়ে সূর্যর সঙ্গে রয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারেন, পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান এবং জিম্বাবোয়ের ব্যাটিং অলরাউন্ডার সিকান্দার রাজা।

আরও পড়ুন-ভক্তদের ভিড়ে আটক মেসির গাড়ি

অন্যদিকে, মহিলা বিভাগে স্মৃতিকে লড়তে হবে পাক অলরাউন্ডার নিশা দার, নিউজিল্যান্ডের সোফি ডিভাইন ও অস্ট্রেলিয়ার তাহলিয়া ম্যাকগ্রার সঙ্গে। চলতি বছরটা স্বপ্নের মতো কেটেছে সূর্যকুমারের। টি ২০ ফরম্যাটে এক হাজারেরও বেশি রান করেছেন তিনি। পরিসংখ্যান বলছে, গোটা বছরে সূর্যর মোট টি ২০ রান ১,১৬৪। স্ট্রাইক রেট ১৮৭.৪৩। অন্যদিকে, বছরজুড়ে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ব্যাট হাতে ধারাবাহিকতা দেখানোর পুরস্কার হিসেবে টানা দ্বিতীয়বার সেরার দৌড়ে স্মৃতি।

Latest article