প্রতিবেদন : অতিসক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলি। অধিকাংশ ক্ষেত্রেই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অস্ত্র হয়ে উঠেছে। রাজ্যে ক্ষমতা দখলে ব্যর্থ হয়ে কেন্দ্রীয় সরকার এজেন্সি দিয়ে শাসক দলের নেতা-নেত্রীদের ব্যতিব্যস্ত করার ছক কষেছে। এনিয়ে বারবার অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। সেই অভিযোগ এবার রাজ্য সিপিএম সম্পাদকের মুখে। কোনও রাখঢাক না করেই তাঁর বিস্ফোরক দাবি, শুভেন্দু অধিকারীকে কেন গ্রেফতার করা হচ্ছে না?
আরও পড়ুন : মিথ্যার ঢাক না পিটিয়ে মমতার থেকে শিখুন, নির্মলাকে তোপ অমিতের
সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র শুভেন্দু অধিকারীকে সরাসরি নিশানা করে বলেন, অনেককে ইডি-সিবিআই ডাকছে, ডাকুক। কিন্তু যিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, বিধানসভার নেতা হয়েছেন, তাঁকে কেন ডাকা হচ্ছে না? এরপরই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি-র সমালোচনা করে সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন, ৭ বছর ধরে এক-একটা মামলার তদন্ত হচ্ছে। সিবিআই কোনও রিপোর্ট দিতে পারছে না। এখন আবার বেছে বেছে ডাকা হচ্ছে। যাঁরা কেলেঙ্কারির সঙ্গে জড়িত তাঁদের সবাইকে ডাকতে হবে। বিরোধী দলনেতা হলেও ডাকতে হবে। তিনি বিজেপি করছেন বলেই কি ছাড় পাবেন? এ হতে পারে না। আক্রমণ বাড়ছে। এজেন্সির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে।